পূর্ব-বর্ধমানে ১৩ জন পর্যবেক্ষক যোগদিলেন

0
83

শ্যামল রায়,বর্ধমানঃপূর্ব বর্ধমান জেলায় ও ব্লক  স্তরে রাজ্য নির্বাচন কমিশন নিযুক্ত হলেন ১৩ জন পর্যবেক্ষক। জেলা অবজার্ভার হিসেবে যোগদান করেছেন প্রদীপ গোবিন্দ চৌধুরী।
রাজ্য সরকারের কৃষি দপ্তরের আর্থিক উপদেষ্টা হলেন এই প্রদীপ গোবিন্দ চৌধুরী।
এছাড়াও ব্লক স্তরে পর্যবেক্ষকের দায়িত্ব পালনের জন্য জয়েন সেক্রেটারি পদমর্যাদার মোট ১২ জনকে পূর্ব বর্ধমান এ পাঠানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে কালনা ১ও২ পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন সুমন কুমার ঘোষ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম সম্পাদক তিনি। মন্তেশ্বর ও কাটোয়া 2 ব্লকের পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন বিনয় শিকদার। বিনয় বাবু অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অতিরিক্ত ডিরেক্টরের দায়িত্ব পালন করে চলছেন।
আউসগ্রাম ১ ও 2 ব্লক এ ভোটের পর্যবেক্ষক হিসেবে যোগদান করেছেন শীতল চন্দ্র মন্ডল।
এছাড়াও বর্ধমান ১ও  খণ্ডঘোষ ব্লকে পর্যবেক্ষক হিসেবে যোগদান করেছেন প্রসেনজিৎ হংস।
মেমারি 2 ও বর্ধমান 2 ব্লকে পর্যবেক্ষক হিসেবে যোগদান করেছেন শাকিল আহমেদ। শাকিল বাবু মাদ্রাসা শিক্ষা দপ্তরের যুগ্ম-সম্পাদক।
ভাতার ব্লকে পর্যবেক্ষক হিসেবে যোগদান করেছেন সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী। সিদ্ধার্থ বাবু হলেন খাদ্য সরবরাহ দপ্তরের যুগ্ম-সম্পাদক। গলসি ১ ও 2 ব্লকের পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন অভিজিৎ কুমার মিত্র। শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের যুগ্ম- সম্পাদক। কাটোয়া ১ও মঙ্গলকোট ব্লকে পঞ্চায়েত ভোটের জন্য পর্যবেক্ষক হিসেবে যোগদান করেছেন দেবকুমার ননদন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
মেমারি এক ও জামালপুর ব্লকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শান্তনু দাস। আবাসন দপ্তর এর যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন।
পূর্বস্থলী এক ও 2 ব্লকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন সন্দীপ কুমার দত্ত। টেকনিক‍্যাল এডুকেশন দপ্তরের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলছেন। রায়না ১ ও 2 ব্লকের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন চিত্রদীপ সেন।
চিত্রদীপ কল্যাণী পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক হিসাবে কাজ করেন।
কেতুগ্রাম এক ও 2 ব্লকের পর্যবেক্ষকের দায়িত্বে আছেন বিধানচন্দ্র রায়। পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করার সাথে সাথেই বোড সংক্রান্ত সমস্ত কিছু খোজ খবর নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সংগৃহীত ছবি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here