নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আপাতত কর্মস্থলে পৌঁছতে বহু নিত্যযাত্রীকেই নির্ভর করতে হচ্ছে অ্যাপ ক্যাবের ওপর, এবার প্রায় ১৫ শতাংশ বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া। ফলত আরোই দুর্ভোগ বাড়লো নিত্যযাত্রীদের।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে রাজ্যে জারি রয়েছে বহু বিধিনিষেধ। গণ পরিবহন চালানোয় রয়েছে নিষেধাজ্ঞা। আগামী ১ জুলাই থেকে বাস-অটো চালু হবে ঠিকই কিন্তু চালাতে হবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। অন্যদিকে এখনো বন্ধ থাকছে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। এই পরিস্থিতিতে ব্যক্তিগত যানবাহন না থাকলে কর্মস্থলে পৌঁছতে চুড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। এক্ষেত্রে অ্যাপ ক্যাবের উপর নির্ভর করতে হয় অনেককেই। তা এমনিতেই অন্যান্য গণ পরিবহনের তুলনায় খরচ সাপেক্ষ। তার ওপর এবার বাড়লো অ্যাপ ক্যাবেরই ভাড়া।
আগে অ্যাপ ক্যাবে প্রতি কিলোমিটারে ধার্য হত ১০ টাকা, এখন থেকে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে দাঁড়ালো ১৪ টাকা ৭০ পয়সা। তবে টাইম চার্জ কমিয়ে ১ টাকা করা হয়েছে। মোট ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে এই ভাড়া বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফের বাড়ল দেশে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুর পরিসংখ্যান
রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত । তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে। চলবে অটো এবং টোটোও । তবে মেট্রো পরিষেবা এবং লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে।
আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রের
লোকাল ট্রেন পরিষেবা চালু করা প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন,” ট্রেন চালু নিয়ে তো কোনো কথা বলিনি! এখনো সে পরিস্থিতি হয়নি।” কিন্তু লোকাল ট্রেন বন্ধ থাকায় অফিস যাত্রীদের সমস্যা এবং ক্ষোভ দুইই বাড়ছে। স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রো তে সাধারণ মানুষ উঠতে না পারায় ইতিমধ্যে ট্রেন লাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়। তারই মধ্যে অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি আরোই জটিল করে তুলল পরিস্থিতি এমনটাই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584