কবিউল ইসলাম, কলকাতা :
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জোড়া স্বর্ণ পদক পেলেন ইরফান হাবিব ।রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ইরফানের হাতে জোড়া স্বর্ণ পদক তুলে দেন।ইরফান গণিতে প্রথম এবং বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ স্থান অধিকার করেছে।

ইরফান হাবিব ২৩ জুলাই ১৯৯৫ সালে নদিয়া জেলার হরিণঘাটা থানার সোনাকুড় গ্রামে জন্মগ্রহণ করেন ।প্রথম শিক্ষা সোনাকুড় প্রাথমিক বিদ্যালয়ে ।এরপর গঙ্গাধর শিশু নিকেতন ।তারপর হাবড়া হাই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ।এরপর সে ২০১০ সালে ‘ফন্টপেজ অ্যাকাডেমি’তে ভর্তি হন ।২০১২ সালে মাধ্যমিকে ৯১% নম্বর পেয়ে সুনামের সঙ্গে পাশ করেন ।২০১৪ তে ৯১.২% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন ।এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণিতে অনার্স নিয়ে পড়া শুরু করে আজ এই কৃতিত্বের অধিকারী।
ইরফান হাবিব বলেন, “এই কৃতিত্ব আমার শিক্ষক মহাশয়দের ও পিতামাতার আর্শিবাদ। এরপর পিএইচডি করব । ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে”।
ফন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মহঃ কামরুজ্জামান বলেন, “আমাদের ছাত্র ইরফান এমন সফলতা অর্জন করায় গর্বিত এবং সমস্ত পরিবার আনন্দিত ।আমরা তার ভবিষ্যত সাফল্য কামনা করি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584