দলীয় কর্মীদের দুর্ব্যবহারে দলত্যাগে ইচ্ছুক পঞ্চায়েত সমিতির সদস্যা

0
125

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দল ছাড়তে চাইছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জামিলা বিবি।এ নিয়ে তিনি দলের জেলা সভাপতি অজিত মাইতিকে লিখিতভাবে জানিয়েছেন।দলীয় কর্মীরা দুর্ব্যবহার করছেন।দলের ডেবরা ব্লক নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।তাই দল ছাড়তে চাইছেন বলে জামিলা বিবি জানিয়েছেন।

জামিলা বিবি।নিজস্ব চিত্র

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে তিনি তৃণমূল করে আসছেন। ২০০৮ সালে তাঁকে গ্রাম পঞ্চায়েত প্রার্থী করা হয়।তারপর থেকে তিনি গ্রাম পঞ্চায়েতে টানা জিতে আসছেন।এবার পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন।জামিলা বিবির অভভিযোগ পঞ্চায়েত সমিতিতে শপথ গ্রহণের দিন তাঁকে দলীয় কর্মীরা পরিকল্পিত ভাবে কুরুচিকর ভাষায় কথা বলেন।

দলত্যাগের আবেদনপত্র।নিজস্ব চিত্র

বিষয়টি দলের ব্লক নেতৃত্বকে জানিয়েও কোনও প্রতিকার হয়নি।তাই তিনি দল ছাড়তে চাইছেন।জামিল বিবির বাড়ি ডেবরা ব্লকের ডুঁয়া এলাকায়।

আরও পড়ুনঃ উড়ে গেল পাকিস্তান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here