ওয়েবডেস্কঃ
গত রাতে ভারতীয় সময় ১০:৩০ টার সময় বহু প্রতিক্ষিত অ্যাপেল ইভেন্ট শুরু হয় অ্যাপেলের হেড কোয়াটার ক্যালিফোর্নিয়ায়।এই ইভেন্টে উন্মোচিত হল নতুন তিনটি মডেলের আইফোন এবং অ্যাপেল ওয়াচ। নতুন তিনটি মডেলের আইফোন হল – ‘আইফোন এক্স এস’, ‘আইফোন এক্স এস ম্যাক্স’ এবং ‘আইফোন এক্স আর’।
তবে,’আইফোন এক্সএস’ এবং ‘আইফোন এক্স এস ম্যাক্স’ সবচেয়ে বেশি আলোচিত।রেটিনা ডিসপ্লে যুক্ত এই দুই ফোনে আছে ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার। অ্যাপেলের দাবি
দু মিটার জলের নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারবে এই ফোন দুটি। এছাড়া চা, কফি কিংবা অন্যান্য পানীয় এর কোনো ক্ষতি করবে না।’আইফোন এক্স এস’ এবং ‘আইফোন এক্স এস ম্যাক্স’-এ আছে ১২ মেগাপিক্সেল সম্পন্ন দুটো ক্যামেরা।বায়োনিক চিপ সম্পন্ন
‘আইফোন এক্স এস’ এবং ‘আইফোন এক্স এস ম্যাক্সস’ পাওয়া যাবে ৬৪জিবি, ২৫৬জিবি এবং ৫১২জিবি সংস্করণে। শুরুতে এর দাম হবে যথাক্রমে ৯৯৯ এবং ১০৯৯ ডলার।
অপরদিকে নতুন অ্যাপল ওয়াচ ইসিজির মত কাজ করবে এবং ঘড়ি হারিয়ে গেলে এক মিনিট নড়াচড়া না করলে অ্যাপল ওয়াচ থেকে ম্যাসেজ চলে যাবে আপনার কাছে।( ছবি -সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584