নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আশাব্যঞ্জক সাড়া না মেলায় ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদনের সময় ৩১ অগাস্ট থেকে বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়েছে। পর্ষদ যেখানে চার-পাঁচ লক্ষ আবেদন জমা পড়ার আশা করছিল, সেখানে ২৫ অগাস্ট পর্যন্ত মাত্র ৫২,৪৮৯ টি আবেদন জমা পড়েছে।
৩১ অগাস্ট পর্যন্ত এই সংখ্যাটা আরও কিছুটা বাড়লেও প্রত্যাশিত সংখ্যার আশেপাশেও পৌঁছতে পারেনি। ফলে সময়সীমা বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না।
আরও পড়ুনঃ প্যানেল রেজিস্ট্রেশনের অভাবে চাকরি বঞ্চিত ৫০ নার্সিং পড়ুয়াদের নবান্ন অভিযান
অন্যদিকে, আধিকারিকরা করোনা আক্রান্ত হওয়ায় মাধ্যমিকের রেজিস্ট্রেশন চেক লিস্ট জমা নেওয়ার কাজ স্থগিত করে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছেন, সেই চেকলিস্ট ১০ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে ৯-১০ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন
এদিকে, পর্ষদের এক শীর্ষকর্তা করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। হৃদরোগের কারণে তিনি কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অস্ত্রোপচারের পর বাড়িতেই শুশ্রূষায় ছিলেন তিনি। এরপর তাঁর আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বুধবার তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584