পিয়ালী দাস, বীরভূমঃ
আসন্ন পৌষ মেলা সুষ্ঠুভাবে পরিচালনা ও বাড়তি নিরাপত্তা দেবার জন্য আশি জন প্রাক্তন সেনা কর্মীদেরকে বহাল করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে ব্যবসায়ী সমিতি ও বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে স্টল বন্টন নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল অবশেষে ব্যবসায়ীদের দাবি মেনে সিকিউরিটি মানি ৫৫ শতাংশ কমিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ যদিও ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং জানিয়েছেন শুধু সিকিউরিটি মানির পরিমাণ কমালেই সমস্যার সমাধান হবে না পাশাপাশি বিগত কয়েক দশক ধরে যারা বংশপরম্পরায় মেলার মাঠে ব্যবসা করে আসছেন বা স্টল দিয়ে আসছেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে তারপর যে জায়গা বেঁচে থাকবে সেটা অনলাইনে যারা আবেদন করবেন তাদেরকে যাওয়া হোক আমাদের এই বক্তব্য বারবার বিশ্বভারতী কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের অনমনীয় মনোভাব প্রকাশ করেছেন বারবার আপাতত হাতে যেহেতু খুব বেশি সময় নেই তাই গতবার আমরা যে যে জায়গায় নিজেদের স্টল দিয়েছিলাম সেই সব জায়গাতেই বাঁশ পুঁতে নিজেদের স্টল তৈরি করে নিচ্ছি এরপর যদি বিশ্বভারতী কোনরূপ গাজোয়ারি মনোভাব দেখায় বা স্টল তুলে দেওয়ার চক্রান্ত করে তাহলে আমরা সেই মোতাবেক প্রতিরোধ গড়ে তুলব যদিও বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার জানিয়েছেন ব্যবসায়ীদের দাবি পরিমাণ কমানো হয়েছে এর থেকে বেশি ব্যবসায়ীদের সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়।
বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন মেলার নিরাপত্তার জন্য সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাড়তি যে প্রাক্তন সেনা কর্মীদের মেলাতে নিরাপত্তার জন্য নিয়োগ করেছে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584