নবদ্বীপে আইটিআই কলেজের অনুমোদন হবে বাইপাস রাস্তাও

0
161

শ্যামল রায়,নদীয়াঃ

দীর্ঘদিন ধরে দাবি ছিল নবদ্বীপ ব্লকে একটি আইটিআই কলেজের। দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকার নবদ্বীপ ব্লকে আইটিআই কলেজের অনুমোদন দিয়েছে ।
সোমবার নদিয়া জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য কর্মদক্ষ হরিদাস দেবনাথ জানিয়েছেন যে, নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের বালির চড়ায় আই টি আই কলেজটি গড়ে উঠবে। অনুমোদন হয়েছে টেন্ডারও হয়ে গিয়েছে কাজ শুরু হবে খুব শীঘ্রই।
এছাড়াও বালির চড়ায় চৈতন্যদেব রিসার্চ সেন্টারের কাজ চলছে জোরকদমে। ৩৮কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দকৃত অর্থে মহাপ্রভু কে নিয়ে সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটির কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যে তিনতলাবিশিষ্ট বিল্ডিংটির কাজ শেষের মুখে।
হরিদাস দেবনাথ জানিয়েছেন যে নবদ্বীপ শহরকে একসময় অক্সফোর্ড বলা হত। ছিল বহু টোল ব্যবস্থাপনা। টোলে সংস্কৃতি পড়ানো হতো।
এখন টোলগুলো  সব বন্ধ হয়ে গিয়েছে।
তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে আমরা আবেদন জানালে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই রিসার্চ সেন্টারটি গড়ে উঠছে।

নিজস্ব চিত্র

এছাড়াও নবদ্বীপ শহর সংলগ্ন গঙ্গার উপর গৌরাঙ্গ সেতুর পার ঘেঁষে তৈরি হবে একটি বাইপাস রাস্তা। রাস্তাটি কয়েক বছর আগেই শুরু হয়েছে সেই রাস্তাটি এখন সংস্কার করে আরো সম্প্রসারিত করে বড় গাড়ি ছোট গাড়ি চলাচলের একটি ভাল রাস্তা তৈরির কাজ শুরু হবে খুব শীঘ্রই।
এই রাস্তাটি তৈরি হলে গৌরাঙ্গ সেতু থেকে স্বরুপগঞ্জ ঘাট পর্যন্ত যোগাযোগের আমূল পরিবর্তন ঘটে যাবে। এর জন্য একটি প্রজেক্ট তৈরি করে ইতিমধ্যেই পূর্ত দফতরের কাছে পাঠানো হয়েছে যার আনুমানিক বরাদ্দ ধরা হয়েছে ১০কোটি টাকা। এইরকম টাই উন্নয়নমূলক কাজের খতিয়ান ধরে জানালেন বিদায়ী কর্মদক্ষ হরিদাস দেবনাথ।
খেলাধুলার মানোন্নয়নে গড়ে তোলা হবে মিনি স্টেডিয়াম। স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন ভাগীরথী বিদ্যাপীঠ খেলার মাঠে এই মিনি স্টেডিয়ামটি গড়ে উঠবে।
এই মিনি স্টেডিয়ামটির জন্য একটি প্রজেক্ট পাঠানো হয়েছে দেড় কোটি টাকার। ইতিমধ্যে ক্রীড়া দপ্তর থেকে সবুজ সংকেত মিলেছে। তারপরে বাদবাকি প্রক্রিয়ার কাজ শেষ হলে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here