নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
২০২০ তে আরও একটি দুঃসংবাদ। প্রয়াত হলেন প্রখ্যাত সুরকার এ আর রহমানের মা করিমা বেগম। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপরই চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় করিমা বেগমের। এ আর রহমান তাঁর টুইটার হ্যান্ডেলে এবং ইনস্টাগ্রামে মায়ের একটি ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন।
যদিও সেই ছবির ক্যাপশনে কিছুই লেখেননি তিনি। করিমা বেগমের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। শোকপ্রকাশ করে পরিচালক মোহন রাজা তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “গভীর সমবেদনা জানাই এ আর রহমানকে। এবং তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করে।” এ আর রহমানের এক অনুরাগী টুইটারে করিমা বেগমকে শ্রদ্ধা জানিয়ে শোকজ্ঞাপন করেছেন।
আরও পড়ুনঃ ‘লাভ জিহাদ’ নিয়ে উল্টো সুর বিজেপি শরিকের
এ আর রহমানের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক ছিল অতি মধুর ও স্নেহের। একটি পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর মা তাঁর থেকেও বেশি সঙ্গীতপ্রিয়। মা করিমা বেগমই তাঁকে সঙ্গীতের বিষয়ে উৎসাহ দিতেন।
সম্প্রতি এ আর রহমান মুকেশ ছাবরা পরিচালিত ছবি ‘দিল বেচারা’র সঙ্গীত রচনা করেছেন। ছবিটি মুক্তি পাওয়ার আগে একটি মিউজিক্যাল ট্রিবিউটের মাধ্যমে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। সঙ্গীতের জগতে এ আর রহমান এক উজ্জ্বল নক্ষত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584