ভাঙ্গড় ২ নং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে আরাবুল ইসলাম

0
269

কাজী হাফিজুল, ভাঙড়ঃ

নানা জল্পনার পর ,দিন দুয়েক আগে রাজ্য অফিসে ঠিক করে ভাঙর ২নং ব্লক সহ-সভাপতি আরাবুল ইসলাম।আর সভাপতি আরাবুল ঘনিষ্ঠ বিশ্বজিত মন্ডল।এদিন আরাবুলকে পেয়ে হাজার হাজার অনুগামীরা আনন্দে উল্লাসে ফেটে পড়ে।একবারে চওড়া হাসি হাসল ,চলে মিষ্টি মুখ,আবির খেলা, ডি.জে নাচ।বলা যায় একে বারে রাজকীয় ভাবে কর্মী সমর্থকরা বরণ করে নেয়। প্রসঙ্গত গত ১১ মে ঠিক পঞ্চায়েত ভোটের দুদিন আগে ভাঙ্গড়ের নতুনহাট বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফিজুল রহমান মোল্লা নামে এক নির্দল সমর্থক। হাফিজুলের পরিবার আরাবুল ইসলামের বিরুদ্ধে কাশিপুর থানায় খুনের অভিযোগ করে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আরাবুলকে রাতেই গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ। ১২ মে আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়, সেই থেকে আরাবুল ইসলাম কখনও পুলিশ কাস্টাডি, কখনও জেলে বা কখনও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

নিজস্ব চিত্র

এরপর ২৩ শে জুলাই তিনি বারুইপুর মহকুমা আদালত থেকে জামিন পান। কিন্তু আদালতের নির্দেশে চারটি থানা এলাকায় তার ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করে বিচারক। মঙ্গলবার এক দিনের জন্য ভাঙ্গরে ঢোকার স্পেশাল অর্ডার নিয়ে ভাঙ্গড় ২ নং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে অংশগ্রহণ করতে আসেন তিনি। আরাবুল ইসলাম সহ সভাপতি নির্বাচিত হয়ে বলেন ,”ভাঙ্গড়ে কোন গোষ্ঠীদন্দ নেই, কোন গোলাগুলি নেই এখানে এখন শুধুই শান্তি বিরাজ করবে, আর সব জায়গায় উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এই নবগঠিত সমিতি”।সমিতির বোর্ড গঠনের পর আরাবুল ইসলামকে আবার ভাঙ্গড় ছেড়ে চলে যেতে হবে। কারন কাশিপুর, কে এল সি, ভাঙ্গড় ও রাজারহাট থানা এলাকায় ঢোকার উপর নিষেধাজ্ঞা আছে কোর্টের।১৪৪ধারা থাকলে ও কর্মী সমর্থক তা অগ্রাহ্য করলে পুলিশ লাঠি চার্জ করে।

 

আরও পড়ুনঃ বনধে অন্য চিত্র কোচবিহারে, গাড়ির চালকদের মিষ্টি খাইয়ে গোলাপ দিল বনধ বিরোধীরা 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here