আরামবাগে ফের আক্রান্ত তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ

0
114

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাজ্যে তৃতীয় দফার ভোটে অব্যাহত রাজনৈতিক হিংসা। একাধিকবার আক্রান্ত আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। প্রথমে সকালে আরাণ্ডির মহল্লাপাড়ায় বিক্ষোভের মুখে পড়েন সুজাতা। বিকেলে ফের তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই কেন্দ্রেরই ডিহি বাগনান এলাকায়।

sujata khan | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

বীরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর ২২৫ পরিদর্শনে যান তিনি। সেখান থেকে বেরনোর পরেই তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন সুজাতা। ঘটনায় সুজাতার গাড়ির কাচ ভেঙে যায়।ছবি ও ভিডিয়োতে স্পষ্ট, সুজাতাকে ইঁট নিয়ে আক্রমণ করেছে হামলাকারীরা। সেই ইটের ঘায়ে কাচ ভেঙেছে গাড়ির।

আরও পড়ুনঃ করোনার অজুহাতে মাঝপথে ভোট বন্ধ করলে মানবো না, হুঁশিয়ারি মমতার

সুজাতার অভিযোগ, ‘‘এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূলের ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে বিজেপি। বাড়ির মহিলারা হাতে ভোটার কার্ড নিয়ে নিরাপত্তার অভাবে বাড়িতে বসে রয়েছেন। বিজেপি-র এই সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে। আমার গাড়িতে বড় ইট ছুড়ে মারা হয়েছে। ওদের কাছে বোমা-গুলিও ছিল।’’

সকালে আরামবাগে আক্রান্ত হয়েছিলেন সুজাতা। গ্রামের বাড়িতে বাড়িতে ঘোরার সময় হঠাৎই তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বাঁশ নিয়ে তাড়া করে সুজাতাকে। কোনওমতে ধানক্ষেতের মধ্যে দিয়ে এলাকা থেকে বেরিয়ে আসেন তিনি। সংবাদ মাধ্যমে অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে বিজেপি। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল প্রার্থী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here