অগ্নিনিবারক ব্যবস্থা পরিদর্শন আরামবাগে

0
118

নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ

Arambagh Fire Alarm System
চলছে অগ্নিনিবারক ব্যবস্থা পরিদর্শন। নিজস্ব চিত্র

কলকাতায় বাগড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের পর এইবার আরামবাগ তৎপর হলো প্রশাসন। শনিবার আরামবাগ পৌরসভার উদ্যোগে আরামবাগের শহরের মধ্যে বিভিন্ন মার্কেট কমপ্লেক্স গুলি ঘুরে দেখলেন প্রশাসনিক কর্তারা।এদিন বি কে রায় সুপার মার্কেট ও আরামবাগ বাস টার্মিনাসের বিজয় মোদক সুপার মার্কেটের বিভিন্ন হোটেলগুলি ও দোকান গুলিতে ঘুরে দেখেন।উপস্থিত ছিলেন আরামবাগ এস ডি ও লক্ষী ভব্য তানিরু, এসডিপিও কৃষানু রায়,আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী,আরামবাগ ফায়ার ব্রিগেডের আধিকারিক সুব্রত কুমার দাস,আরামবাগ থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য আধিকারিকরা।এদিন আরামবাগ প্রশাসনের তরফ থেকে মার্কেটের মধ্যে থাকা হোটেল ও দোকান গুলিকে করা সর্তকতা জারি করা হয়।বলা হয় এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটি দোকানে ও হোটেল গুলিতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা করতে হবে এবং তাদের বৈধ কাগজপত্র তৈরি করতে হবে ও যাদের কাছে এই অগ্নিনির্বাপক যন্ত্র আছে এবং মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলি পুনর্নবীকরণ করতে হবে।তা না হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এই বিষয়ে পৌরসভা পক্ষ থেকে চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, যদি দেখা যায় এক সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং দোকান বন্ধের নোটিশ দেয়া হবে বেআইনিভাবে কিছু করা যাবে না।এছাড়াও ওই সমস্ত দোকান মালিকদের আরো জানানো হয় নোংরা আবর্জনা ও দোকানের মধ্যে বর্জ্য যথাযথ স্থানে ফেলতে হবে।মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

আরও পড়ুন: দিকভ্রান্ত বাংলাদেশী ট্রলার ডুবি,নিখোঁজ এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here