২০০ বছর পর রাজ্যে হাজির আর্কটিক স্কুয়া

0
47

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

প্রায় ২০০ বছর পর রাজ্যে দেখা দিল এক ভিনদেশি পাখি। নাম আর্কটিক স্কুয়া।

Arctic skua appeared after 200 years
বালির চরে আর্কটিক স্কুয়া। নিজস্ব চিত্র

বকখালির ফ্রেজারগঞ্জের মোহনায় কিছুক্ষণের জন্য ধরা দিল এই পাখি। বার্ড ফটোগ্রাফার ন্যাচারালিস্ট জয়ন্ত মান্না-সহ আরও তিন কর্মী দক্ষিণ সুন্দরবনের ফ্রেজারগঞ্জ বঙ্গোপসাগরের কার্গিল মোহনায় দেখতে পান এই পরিযায়ী পাখি।

Arctic skua appeared after 200 years
বালির চরে আর্কটিক স্কুয়া। নিজস্ব চিত্র

কয়েক মিনিট বালির চরে অপেক্ষা করে দেখা মিলল ওয়েস্টার্ন ইন্ডিয়া আর্কটিক স্কুয়া থেকে আসা বিরল প্রজাতির পাখি আর্কটিক স্কুয়া ।

Arctic skua appeared after 200 years
নিজস্ব চিত্র

মূলত স্পেন ,জাপান পাকিস্তানে এদের দেখতে পাওয়া যায়। এছাড়া দেশের মধ্যে চেন্নাই, ওড়িষা, কর্নাটকে এদের দেখা মেলে। এদের পরিযানের সময়কাল মার্চ-এপ্রিল মাস।

Arctic skua appeared after 200 years
জয়ন্ত মান্না, পরিবেশ ফটোগ্রাফার। নিজস্ব চিত্র

তবে এশিয়াতে দেখা যায় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। আর্কটিক স্কুয়ার আগমনে পর্যটকের ভিড় বেড়েছে বলে মনে করছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here