মালদায় বনধের কারণে বিক্ষিপ্ত উত্তেজনা

0
66

হরষিত সিং, মালদহঃ
ভারতীয় জনতা পার্টির ডাকা বাংলা বনধে মালদহের বনধ সমর্থক দের রক্ত ঝড়ল,আবার কোথাও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে লাঠি চার্চেরও অভিযোগ বেশ কয়েকটি জায়গায়। জেলা জুড়ে কয়েক শো বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করল পুলিশ। হাতে গোনা কয়েকটি সরকাবি বাস চলাচল করলেও এদিন রাস্তায় দেখা মেলেনি কোন বেসরকারি যানবাহন। সব মিলিয়ে মালদহ জেলায় বনধ সফল এমনটায় দাবী জেলা বিজেপি নেতৃত্বের।

ছবিঃ অভিষেক দাস

ইসলামপুরের দাড়িভিট কান্ডে ছাত্র খুনের প্রতিবাদে ১২ঘন্টা বাংলা বনধের ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। বুধবার গোটা জেলা জুড়ে বনধ সমর্থন করতে রাস্তায় নামেন বিজেপির নেতা কর্মী। অপরদিকে বনধ বিরোধী মিছিল বার করে তৃণমূল কংগ্রেস। ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গাই বনধ সমর্থনে একত্রিত হয় বিজেপি নেতৃত্ব। এদিন সকালে ইংরেজবাজার শহরের সুকান্ত মোড়ে একটি সরকারি বাস আটকায় বিজেপির কর্মীরা। সেই সময় যুব তৃণমূলের সভাপতি অম্লান ভাদুড়ির নেতৃত্বে বনধ বিরোধী তৃণমূলের একটি বাইক সেখানে পৌঁছায় । বাস আটকানোয় দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদের জেরে বিজেপির এক মহিলা কর্মীর মাথা ফেটে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ,যুব তৃণমূলের সভাপতি ওই মহিলার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। যদিও অম্লানবাবুর দাবী দুই পক্ষের বিবাদের মাঝে পড়ে নিজেদের মধ্যেই তারা মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এই ঘটনায় ছত্রভঙ্গ করতে বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠি চার্চ করে । মহিলা সহ চার বিজেপি কর্মীকে গ্রেফতার করে বলে অভিযোগ।

ছবিঃ অভিষেক দাস

রথবাড়ী মোড়েও একটি সরকারী বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয় বনধ সমর্থনকারীরা। পুলিশ পরে আবার যাত্রীদের বাসে তুলে দেয়। ইংরেজবাজার থানার কোতয়ালী এলাকায় রতুয়া রাজ্য সড়কের উপর বনধ সমর্থনকারীরা তিনটি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ী এলাকাতেও বনধ নিয়ে বিজেপি তৃণমূলের বিবাদ বাধে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বনধ সমর্থনে মিছিল করায় বৈষ্ণবনগর থানার পুলিশ স্থানীয় বিজেপির বিধায়ক সহ শতাধিক কর্মী সমর্থককে গ্রেফতার করে। এদিনের বনধের জেরে ইংরেজবাজার শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের ছোট বড় প্রায় সমস্ত বাজার বন্ধ থাকতে দেখা যায় ।

আরও পড়ুনঃ মালদহ থেকে গ্রেফতার পাচার চক্রের পান্ডা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here