মনিরুল হক, কোচবিহারঃ
বনধকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল কোচবিহারের মেখলিগঞ্জে। এদিন সকাল থেকে মেখলিগঞ্জ পুরসভার সামনে বনধ সমর্থক বিজেপি ও বনধ বিরোধী তৃণমূল কংগ্রেসের কর্মীরা জমায়েত হয়। এরপরেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হয়। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হারে পাথর ছুঁড়তে শুরু করে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে গেলে বিজেপি কর্মীরা তাঁদের লক্ষ্য করেও পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। এরপরেই পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ওই ঘটনায় একজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন। তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল বলে জানা গিয়েছে। কিছু সরকারি বাস চললেও বেসরকারি বাস পুরোপুরি বন্ধ ছিল বলে জানা গিয়েছে। মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকলেও অন্যান্য দিনের মত তেমন যাতায়াত ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবী করা হয়েছে, মেখলিগঞ্জে বিজেপির ডাকা বনধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিজেপির দাবী, মানুষ স্বতস্ফুর্ত ভাবে বনধ করেছে। তৃণমূল কংগ্রেস ও প্রশাসন যৌথ ভাবে চেষ্টা করেও মানুষকে দিয়ে দোকানপাট খোলাতে পারে নি। রাস্তায় বেসরকারি যানবাহন ছিল না।
আরও পড়ুনঃ বিজেপির বাংলা বনধ,ঝাড়গ্রামে বাসে অগ্নি সংযোগ বনধ সমর্থকারীদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584