ইতালিকে চূর্ণ করে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

0
75

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

২৯ বছরের খেতাব অক্ষুন্ন রাখলো আর্জেন্টিনা বৃহস্পতিবার লন্ডনের ওম্বলী স্টেডিয়ামে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এর মধ্যে ফিনালিসিমায় আর্জেন্টিনা তিন শূন্য গোলে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মেসির আর্জেন্টিনা । এইদিন দুর্দান্ত কোপা আমেরিকার ফুটবল নৈপুণ্য ও ছোট্ট ছোট্ট পাশে নাস্তানাবুদ করে দেয় আজুরীদের।

ছবিঃ টুইটার

প্রথমার্ধে মাঝামাঝি সময়ে লিওনেল মেসি ছোট-বড় বাকোস পাতা একটি অসাধারণ ক্লাসে গোল করে মার্টিনেজ এবং প্রথমার্ধের শেষ হওয়ার দুইমিনিট আগে এই মাটির নিচে থেকে গোল করেন বর্ষিয়ান ডিমারিয়া যদিও প্রথমে বেশ কয়েকটি সুযোগ লাভ করলেও ইতালি গোলরক্ষক ডুমারুমা কাকক দক্ষতায়  তা প্রতিহত করেন। কিভাবে প্রথম থেকে আর যন্ত্রণা আরও চমক ফুটবল খেলতে দেখা হয় মেশিনের ডি মারিয়া একের পর এক শট ইতালি গোল লক্ষ্য করে উড়ে যায় । মেসি এদিন বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন। ইতালি ছন্নছাড়া এবং গাজোয়ারি ফুটবল খেলতে দেখা যায়।

আরও পড়ুনঃ ফের সিবিআই হানা অনুব্রত মন্ডলের দেহরক্ষীর ডোমকলের বাড়িতে

ক্লান্ত ইতালিয়ান ফুটবল আপডেট রক্ষণ থেকে মাঝে ওয়াক্ত নামাজের মধ্যে তালমিল এর অভাব শতাংশ লক্ষ্য করা যায় অপরদিকে বসছেন ফুটবল আর্জেন্টিনার অনেকটা জমাট ও বুদ্ধিদীপ্ত ফুটবল খেলেন দিনের ম্যাচে মেসি থেকে ডিমারিয়া রোমেরোরা আর্জেন্টিনার হয়ে এদিন দুর্দান্ত ফুটবল উপহার দেন ।খেলার অতিরিক্ত সময়ে  দিপালা ইতালির কফিনের শেষ পেরেখ টা মেরে দেন।উল্লেখ্য আজ থেকে  ২৯ বছর আগে আর্জেন্টিনা আর্মন্দ মারাদনা হাত ধরে  চ্যাম্পিয়ন হন  তার পুনরাবৃত্তি ২৯বছর পর আর্জেন্টিনা মেসির হাত ধরে অক্ষুন্ন রাখলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here