সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকার অভিযুক্ত।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করার অভিযোগ উঠছে।নামখানা থানার অন্তর্গত দেবনগরের ঘটনা।অভিযুক্ত প্রদীপ দাস, পেশায় ঠিকাদার।
জানা যায়,দেবনগর গ্রামের চাঁদপুরের বাসিন্দা বছর একুশের যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।একাধিক বার তাদের শারীরিক সম্পর্কও হয়।
দুইমাস পূর্বে দিনমজুর পরিবারের এই যুবতী মুম্বাই কাজ করতে যায় সেখানেই শুনতে পায় প্রেমিক প্রদীপ অন্যত্র বিয়ে করছে।এই কথা শোনার পর অভিযোগকারী যুবতীর সাথে বচসা শুরু হয়।প্রদীপের বিরুদ্ধে হুমকির অভিযোগও করে যুবতী।
তাদের সম্পর্কের কথা অভিযোগকারী যুবতী পরিবারকে জানায় এবং বিয়ের দাবি নিয়ে প্রদীপের বাড়িতে গেলে অপমান করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করে যুবতী।
নিরূপায় যুবতী অবশেষে আইনের আশ্রয় নিতে ২৪ জুলাই থানায় লিখিত অভিযোগ জমা দিতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,আত্মহত্যার চেষ্টা
ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে থানায় অভিযোগ জমা দিতে এলেও পুলিশ বোঝাপড়া করে নেওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগ।
অভিযুক্ত প্রদীপ তৃণমূল বুথ সভাপতি বলে জানা যায়।সে স্থানীয় যুব সভাপতি অনুপ মাইতির অনুগামী।
যুবতীর পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মুখ বন্ধ রাখতে চাইছে প্রদীপ।
প্রদীপের পিতা তারাপদ দাস ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী যুবতী ত্রিকোন প্রেমে জড়িত বলে অভিযোগ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584