ফ্লোরে ফিরছে অরিন্দম শীলের মহাশ্বেতা দেবী অনুপ্রাণিত ছবি ‘মহানন্দা’

0
241

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ফের শুরু হতে চলেছে অরিন্দম শীলের ‘মহানন্দা’ ছবির শুটিং। জানা যাচ্ছে ২৩ জুন থেকে শুরু হবে এই ছবির পরবর্তী দফার জোরদার শুটিং। ছবিটির শেষ শুটিং হয় এপ্রিলের ১৪ তারিখ অবধি ৷

shooting of mahananda | newsfront.co
ছবি সৌজন্যেঃ ‘মহানন্দা’ ছবির ফেসবুক পেজ
ishha saha | newsfront.co
ইশা সাহা, অভিনেত্রী
mahananda shooting | newsfront.co
ছবি সৌজন্যেঃ ‘মহানন্দা’ ছবির ফেসবুক পেজ

সূত্রের খবর বলছে, সেই সময় নাকি ইউনিটের কয়েকজন করোনায় আক্রান্ত হন। তারপরেই সকলের সুরক্ষার কথা মাথায় রেখে স্থগিত রাখা হয় শুটিং। এবার কোভিড প্রোটোকল মেনে ফের শুরু হতে চলেছে শুটিং। কম সংখ্যক লোকের ইউনিট নিয়ে ভবানীপুরের একটি বাড়িতে শুটিঙের আয়োজন করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেটে যারা থাকবেন তাঁদের সকলেরই টিকা নেওয়া থাকতে হবে। যাঁদের টিকা নেওয়া নেই, তাঁদের টিকা প্রদানের ব্যবস্থা করে দিয়েছন ছবির প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’।

mahanada | newsfront.co
ছবি সৌজন্যেঃ ‘মহানন্দা’ ছবির ফেসবুক পেজ
bikram ghosh, arindam shil | newsfront.co
এক ফ্রেমে বিক্রম ঘোষ এবং অরিন্দম শীল, ছবিঃ ফেসবুক
shooting | newsfront.co
ছবি সৌজন্যেঃ ‘মহানন্দা’ ছবির ফেসবুক পেজ

আরও পড়ুনঃ ‘বিশ্ব সঙ্গীত দিবস’-এ আশা অডিওর অভিনব নিবেদন ‘সেই বছরের সেরা গান’

ফিরদাউসুল হাসান এবং প্রবাল হালদার নিবেদিত মহাশ্বেতা দেবী অনুপ্রাণিত এই ছবির পরবর্তী দফার প্রথম দিনের শুটিঙে হাজির থাকবেন গার্গী রায়চৌধুরী, দেবশঙ্কর হালদার। ছবিতে রয়েছেন ঈশা সাহা সহ আরও অনেকে। ছবির মিউজিক করেছেন বিক্রম ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here