বিজেপিতে যোগের সিদ্ধান্তেই কি গ্রেফতার মিলন,উঠছে প্রশ্ন হলদিয়ায়

0
87

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Arised question for the reason of arrest milon
ধৃত মিলন মন্ডল।নিজস্ব চিত্র

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের অবিসংবাদিত তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে উঠেছিলেন মিলন মন্ডল।

মিলন বাবুকে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে জানতেন হলদিয়ার মানুষ। অল্প দিনের মধ্যেই এলাকায় প্রথম সারির তৃণমূলের নেতা হয়ে উঠেছিলেন মিলন বাবু। কিন্তু ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হলেও শিল্প শহর হলদিয়ায় জিততে পারেনি মিলন মন্ডল।তিনি সেখানে সিপিএম প্রার্থীর কাছে পরাস্থ হন।

Arised question for the reason of arrest milon
প্রদীপ দাস,জেলা সভাপতি বিজেপি।নিজস্ব চিত্র

পরাজয়ের অল্পদিনের মধ্যেই জনপ্রিয়তা ভাটা পড়তে শুরু করে মিলন মন্ডলের। হলদিয়া পৌরসভা নির্বাচনেও বিপুল ভোটে সিপিএম প্রার্থীর কাছে পরাস্ত হন মিলন বাবু।দুই পরাজয়ে দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন তিনি।

এই অবস্থায় হলদিয়ায় প্রচারিত হয় যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।এরই মাঝে হঠাৎ দূর্গাচক থানার পুলিশ তাকে গ্রেফতার করে।তবে কি কারনে কেন এই গ্রেফতার সে বিষয়ে নীরব পুলিশ।মিলন বাবুকে প্রশ্ন করা হলে জানান,তিনি বিজেপি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই এই গ্রেফতার।

এই গ্রেফতার ঘিরে যাতে কোন উত্তেজনা না ছড়ায় তাই গ্রেফতারের পর তাকে মহিষাদল থানায় নিয়ে যাওয়া হয়।আজ দুপুরে মেডিকেল পরীক্ষা হওয়ার পর তমলুক কোর্টে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ কাট মানি ফেরতের দাবিতে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ সাঁইথিয়ায়

পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি সভাপতি প্রদীপ দাস, বলেন হলদিয়া থেকে অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন আসছে,অনেকে আবার জয়েন করেছে এর মধ্যে মিলন মন্ডল আছে নাকি জানিনা। মিলন মন্ডল বিজেপির কেউ নয়। যদিও তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here