নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
একের পর এক খুশির সংবাদ দিচ্ছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। গোয়ায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, গোয়া’তে ‘ইন্ডিয়ান প্যানোরমা সেকশন’-এ মনোনীত হওয়ার পর এবার ওই চলচ্চিত্র উৎসবেরই ‘বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর সেকসন’-এর প্রতিযোগী অরিত্র মুখোপাধ্যায়। বাংলা থেকে এই বিভাগে একমাত্র প্রতিযোগী তিনি।
ছবির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান- “গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নবাগত পরিচালকের প্রতিযোগিতা বিভাগে বাংলার একমাত্র পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া বিরাট গর্বের ব্যাপার। আর সেই প্রতিযোগী যখন উইন্ডোজের ঘরের তখন পাওনা তো একটু বাড়তিই।
একজন প্রযোজক হিসেবে, ছবিটির একজন ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে, সর্বোপরি ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে আমি গর্বিত। আমি এবং নন্দিতা দি দুজনেই এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি বলে আনন্দ অনুভব করছি। আমরা সবাই গোয়া যাচ্ছি। অরিত্রর নির্বাচিত হওয়াটাই বড় কথা। ধন্যবাদ ইফিকে। ধন্যবাদ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ টিমকে।”
আরও পড়ুনঃ বছর শুরুর প্রাক্কালে ‘ছায়া’র দেখা অরিজিৎ অফিসিয়ালে
নন্দিতা রায় জানান- “এই বিভাগে নির্বাচিত হওয়া অরিত্র মুখোপাধ্যায়ের জন্য এক দুর্দান্ত সাফল্য। আমার হৃদয় গর্বে পরিপূর্ণ হয়েছে ওর জন্য। উইন্ডোজ ইন্ডাস্ট্রিকে নতুন নতুন প্রতিভা উপহার দিচ্ছে। এটুকুই বলার।”
আরও পড়ুনঃ এ আর রহমানের সুরে ইমনের প্রথম হিন্দি সিঙ্গল ‘নেহি সামনে’
পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানান- “খুব ভাল লাগছে এটা ভেবে যে, ৫১ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’তে ‘বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর’ সেকসনে কম্পিট করছি। আমার মতো একজন নবীনতম পরিচালকের কাছে এ এক বড় স্বীকৃতি। গোটা টিম না থাকলে সেটা সম্ভব হত না। নতুন ডিরেক্টরের প্রতি ভরসা রেখেছে গোটা টিম, এর জন্য আমি ধন্য। ধন্যবাদ জানাই আমার মেন্টরদের অর্থাৎ শিবপ্রসাদ দা এবং নন্দিতা দি’কে যে তাঁরা আমার উপর ভরসা রেখেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584