নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রতীক্ষার অবসান। ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে অঙ্কিত দাস ও সুরেশ তোলানি নিবেদিত, ‘রূপ প্রোডাকশন’ প্রযোজিত ও অর্জুন দত্ত পরিচালিত বাংলা ছবি ‘গুলদস্তা’র। ছবিটি এবার আসতে চলেছে ওটিটি প্লাটফর্মে।
জি ফাইভ- এ আগামী ১৯ জুন ২০২১-এ ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে ‘গুলদাস্তা’-র। যখন খুশি তাই দেখে নিতে পারবেন ‘গুলদাস্তা’। বলা বাহুল্য, বড় পর্দায় মুক্তির পর দর্শকের কাছে বিশেষ সমাদর পেয়েছে এই ছবি। তাই এবার মহা সমারোহে ওটিটি-তে রিলিজ হতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার, অনুরাধা মুখার্জি, অনুভব কাঞ্জিলাল, অভিজিৎ গুহ, ছন্দা করঞ্জি চট্টোপাধ্যায়, অমৃতা হালদার, ময়ূখ রায়, বিদ্যুৎ দাস অভিনীত এই ছবি।
আরও পড়ুনঃ শুটিঙে বিভ্রাট, হাজিরা নেই অধিকাংশ টেকনিশিয়ানের
ছবির সঙ্গীত পরিচালনায় সৌম্য ঋত, ডি ও পি সুপ্রতীম ঢোল, সম্পাদনায় সুজয় দত্ত রায়। গল্পের কেন্দ্রে রয়েছে তিন নারী। শ্রীরূপা (অর্পিতা চ্যাটার্জি), ডলি (স্বস্তিকা মুখার্জি) ও রেনু (দেবযানী চ্যাটার্জি)। তাদের জীবনের ওঠাপড়া, ঘাত প্রতিঘাত নিয়েই এগোয় গল্প। আগামী ১৯ জুন থেকে দেখা যাবে ছবিটি ‘জি ফাইভ’-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584