ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত অর্জুন

0
88

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ

ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির দখল নিল তৃনমূল। ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সংশ্লিষ্ট ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এর মধ্যে ব্যাঙ্কের ডিরেক্টর বোর্ডের সদস্যরা অনাস্থা প্রস্তাব এনেছিল ৬ সেপ্টেম্বর।

Arjun Singh | newsfront.co
অর্জুন সিং

রবিবার ভোটাভুটিতে ভাটাপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের ১৫ জন ডাইরেক্টরের মধ্যে তিন জন বিজেপি ডাইরেক্টর অনুপস্থিত ছিলেন। ভোটাভুটিতে তাই ১২ জন অংশগ্রহণ করেন।

উপস্থিত সকলেই অর্জুনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাতে ১২-০ ভোটাভুটিতে পরাস্ত হন ব্যারাকপুরের সাংসদ। এতদিন অর্জুন সিং এবং তাঁর ঘনিষ্ঠ বিজেপির ডাইরেক্টরদের পরিচালনায় এই বোর্ড চলছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা

ঘটনার সূত্রপাত হয় বছর দুয়েক আগে। সেই সময় ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সেই অনুযায়ী শুরু হয় তদন্ত। তাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নয়াদিল্লির অফিসে তথ্য ও উন্নয়ন আধিকারিক হিসেবে নিযুক্ত সাংবাদিক জয়ন্ত ঘোষাল

২০১৮-র অক্টোবরে দু’দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসাবে ভাটপাড়া পুরসভার ঠিকাদার অভিজিৎ চক্রবর্তীকে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সেই টাকা নাকি অভিজিৎ চক্রবর্তীর পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে চলে যায়।

এই ঘটনায় ব্যাঙ্কের তৎকালীন সিইও চন্দ্রনাথ ভট্টাচার্যেরও নাম জড়ায়। তদন্তে নেমে পুলিশ একে একে চন্দ্রনাথ ভট্টাচার্য এবং অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করে। ওই মামলাতেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের নামও জড়িয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here