ভিম অ্যাপ ব্যবহারকারীরা সাবধান!৭০ লক্ষ ভারতীয় গ্রাহকের তথ্য ফাঁস হচ্ছে এই অ্যাপের মাধ্যমে: গবেষণা

0
135

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

৭০ লক্ষ ভারতবাসীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ভীম অ্যাপ এর মাধ্যমে বলে অভিযোগ আনল ইজরাইলি সাইবার গবেষণা ওয়েবসাইট ভিপিএনমেন্টর।

ওই সাইবার স্ক্রুটিনি ওয়েবসাইট দাবি করেছে যে ওই ব্যবহারকারীদের নাম, জন্মতারিখ, বাসস্থান, আধার কার্ডের তথ্য, বর্ণ ও জাতির শংসাপত্র, ব্যাংকের তথ্য সহ ব্যক্তিগত ৪০৯ জিবি তথ্য ফাঁস হয়েছে ভীম অ্যাপের মাধ্যমে।

ওই সংস্থার দাবি ভীম অ্যাপ ব্যবহারকারীদের কিছু তথ্য ভুলবশত অ্যামাজন ওয়েব সার্ভিস এস-থ্রি বাকেটে[Amazon Web Services (AWS) S3 bucket] সংরক্ষণ হয়ে যায় এবং এই তথ্য যে কেউ পেতে পারে।সহজ ভাষায় এস-থ্রি বাকেট ক্লাউড স্টোরেজের মতই।

সেই ইজরায়যেলি ওয়েবসাইট স্ক্রুটিনি সংস্থার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,’তথ্য চূড়ান্তভাবে ফাঁস হওয়ার ফলে ভারতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। হতে পারে প্রতারণা, চুরি ,সাইবার হ্যাকিং ইত্যাদি ঘটনা।
ইউপিআই আইডি, ডকুমেন্ট স্ক্যান এবং আরও অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ভীম অ্যাপ ব্যবহারকারীদের জন্য উদ্বেগের বিষয়। পুরো ব্যাঙ্কের তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। এর ফলে হ্যাকাররা অ্যাকাউন্ট নিয়ে যা খুশি করতে পারে।’

ইতিমধ্যে গত এপ্রিলে এ বিষয়ে ভারত সরকারকে সতর্ক করে বলে দাবি করে ঐ সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here