ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন বিতর্কিত সংবাদ সঞ্চালক অর্ণব গোস্বামী। গত ২১ এপ্রিল তার টিভি চ্যানেল রিপাবলিক টিভিতে মহারাষ্ট্রের পালঘরের গণপিটুনিতে দুজন সাধুসহ তিনজনের হত্যার ঘটনা নিয়ে তিনি একটি অনুষ্ঠান করেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি অনুষ্ঠানে পালঘরের ঘটনায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চেয়েছেন, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে দাঙ্গা বাধানোর অপপ্রয়াস চালিয়ে তিনি সংবাদ মাধ্যমের অপব্যবহার করছেন।
পাশাপাশি উক্ত ২১ তারিখের অনুষ্ঠানে অর্ণব গোস্বামী পালঘরের ঘটনায় কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মস্থান ইতালির প্রসঙ্গ উল্লেখ করে প্রকাশ্য টিভি চ্যানেলে সোনিয়া গান্ধীর মানহানি করেছেন বলে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত সংবাদ সঞ্চালক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তারের দাবিতে ট্রেন্ডিং হতে শুরু করে #ArrestAntiIndiaArnab ।
Bench:
"For a period of two weeks, the petitioner shall be protected against any coercive steps in relation to the FIRs arising out of the telecast which took place on April 21."#Arnab #Arnabgoswami#RepublicTV— Live Law (@LiveLawIndia) April 24, 2020
অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন জায়গায় একাধিক এফআইআর দায়ের হলে অর্ণব সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এরই মাঝে অর্ণব গোস্বামী দাবি করেন ২২ তারিখ রাতে তার ওপর নাকি কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী হামলা চালায় । উল্লেখ্য এ নিয়ে আবার অর্ণব গোস্বামী মুম্বাইয়ের এনএম যোশী পুলিশ স্টেশনে তার ওপর হামলার অভিযোগ দায়ের করে।
Supreme Court, in its interim order, grants 3 weeks of interim protection and no coercive action against the petitioner, Arnab Goswami. He can move an anticipatory bail application in three weeks. pic.twitter.com/sRLfETHnk0
— ANI (@ANI) April 24, 2020
তবে আজ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী তিন সপ্তাহ পর্যন্ত অর্ণব গোস্বামীকে অ্যারেস্ট করা যাবে না। পাশাপাশি অর্নবের বিরুদ্ধে হওয়া সবগুলো অভিযোগ নয় শুধুমাত্র নাগপুরে দায়ের হওয়া এফআইআরটি গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলবে। তবে নাগপুরের এফ আই আর টিকে মুম্বাইয়ের এন এম যোশী পুলিশ স্টেশনে ট্রানস্ফার করতে হবে যেখানে অর্ণব গোস্বামী উপর হামলার অভিযোগও দায়ের হয়েছে। সেইসাথে আগামী ২১ দিন যাতে অর্ণব গোস্বামীর নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাপারে মুম্বাই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।এই ২১ দিনের মধ্যে অর্ণব গোস্বামী চাইলে আগাম জামিনের আর্জিও জানাতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584