নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ফাঁস রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী এবং ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সিইও পার্থ দাশগুপ্তর চাঞ্চল্যকর হোয়্যাটস অ্যাপ চ্যাট। চ্যাট থেকে স্পষ্ট প্রধানমন্ত্রীর দপ্তর ও শাসক দলের মন্ত্রীদের সঙ্গে অর্ণবের ঘনিষ্ঠতা এবং তা কাজে লাগিয়ে টিআরপি কারচুপির বহু তথ্য।
টিআরপি কেলেঙ্কারিতে নতুন মাত্রা যোগ করলো সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া একটি ৫০০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাট। রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী এবং ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সিইও পার্থ দাশগুপ্তর ওই চ্যাট থেকে স্পষ্ট অর্ণব কিভাবে প্রধানমন্ত্রীর দপ্তর ও বিজেপির কিছু মন্ত্রীর সঙ্গে নিজের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে টিআরপি বাড়ানোর কারসাজি করেছেন।
These are a few snapshots of the damning leaked WhatsApp chats between BARC CEO & #ArnabGoswami. They show many conspiracies&unprecedented access to power in this govt; gross abuse of his media&his position as power broker. In any Rule of law country, he would be in jail for long pic.twitter.com/6aGOR6BRQJ
— Prashant Bhushan (@pbhushan1) January 15, 2021
কয়েকটি চ্যাট থেকে পরিষ্কার টিআরপি সংক্রান্ত কারচুপির ক্ষেত্রে অর্ণব প্রধানমন্ত্রীর দপ্তরের সাহায্যও নিশ্চিত করেছেন পার্থ দাশগুপ্তকে। একটি চ্যাট দেখা গিয়েছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের অত্যন্ত গোপনীয় একটি নথি অর্ণবকে পাঠিয়ে পার্থ দাশগুপ্ত লিখেছেন যে তিনি নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের দৃষ্টি গোচর করেননি ওই নথি; উত্তরে অর্ণব লিখছেন যে তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুনঃ হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলি বিডেনকে হস্তান্তর করবে টুইটার
কিছু মেসেজে দাশগুপ্ত অর্নবকে জানিয়েছেন, ট্রাই(TRAI) যদি বিশেষ সফটওয়্যার এর সাহায্যে সেট টপ বক্স থেকে চ্যানেল এর ভিউয়ারশিপ জানার পদ্ধতি অবলম্বন করতে শুরু করে তা কিভাবে রিপাবলিক টিভি এবং বিজেপি দুপক্ষের স্বার্থেই আঘাত করবে।
ফাঁস হওয়া চ্যাটে একজায়গায় পার্থ অর্ণবকে লিখছেন, ট্রাই এই নতুন সফটওয়্যার ব্যবহার করার পদ্ধতি আনার আগেই যাতে অর্ণব বিজেপির ওপরমহলে নিজের ঘনিষ্টতা কাজে লাগিয়ে এমন প্রস্তাব শুরুতেই বানচাল করে দেন । অর্থাৎ বাড়িতে বাড়িতে মিটার লাগিয়ে টিআরপি মাপার যে পুরোনো পদ্ধতি তা যেন বজায় থাকে, তা নাহলে কারচুপি কার্যত সম্ভব হবে না এবং তাতে ক্ষতি রিপাবলিক টিভি এবং বিজেপির।
আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের বলি ৩৪, বাড়তে পারে মৃতের সংখ্যা
উল্লেখ্য, আজই বম্বে হাইকোর্ট টিআরপি কেলেঙ্কারি মামলার শুনানি আগামী ২৯ জানুয়ারি অব্দি মুলতুবি রাখার নির্দেশ দিয়েছে, সেই একই দিনে সামনে এলো এমন চাঞ্চল্যকর এক নথি। এই পরিস্থিতিতে মুম্বাই পুলিশ অবশ্য জানিয়েছে যে আগামী শুনানির দিন পর্যন্ত তারা অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584