নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বুধবার রাতে রিপাবলিক টিভি নিউজ চ্যানেলের সাংবাদিক ও অ্যাঙ্কর অর্ণব গোস্বামী ভারত সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করার পর, উত্তর-পূর্বের রাজ্যের বাসিন্দাদের উদ্বেগকে উপেক্ষা না করার আবেদন করেছিলেন।
তিনি বলেন, রাজনীতিগতভাবে, এটি নরেন্দ্র মোদি সরকারের একটি বিশাল জয় কিন্তু তাই বলে বিল পাশের জয় উদযাপন করতে গিয়ে আমরা আমাদের উত্তর-পূর্বের ভাই-বোনদের সমস্যার কথা যেন ভুলে না যাই, যারা দ্বিতীয়বারের মতো ডেমোগ্রাফিকভাবে দৌড়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন।
ভিডিও সৌজন্যঃ রিপাবলিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল
এর আগেও অর্ণব ক্যাব নিয়ে সোচ্চার হয়েছিলেন তার টিভি শো তে। ৪ ডিসেম্বর লোকসভায় ক্যাব পাশ হওয়ার পর মন্ত্রিপরিষদের রাজনৈতিক ভিত্তিগত কিছু দিকের প্রতি প্রশ্ন তুলেছিলেন তিনি।
আরও পড়ুনঃ অযোধ্যা মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
বিতর্কিত বিলটি উত্তর-পূর্ব জুড়ে, বিশেষত আসাম এবং ত্রিপুরায় যে সহিংস বিক্ষোভের জন্ম দিয়েছে, তার ভয়াবহতা সামলাতে এবং উক্ত রাজ্যবাসীর মনে আস্থা জোগাতে সরকারের কী করণীয় সেই সম্পর্কে প্রশ্ন তুলেছেন তিনি।
গোস্বামী বলেছিলেন, “বিজেপিকে অবশ্যই বুঝতে হবে ভুলটি কী ভুল … আসামে, আমরা সবাই জানি যে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ রাজ্যে কী করেছে। এতে বাংলাদেশিরা জলাবদ্ধ হয়ে গেছে। ”
পাশাপাশি সংশোধনী বিল আনার মাধ্যমে বিজেপিকে পূর্ববর্তী কংগ্রেস সরকারের চেয়ে ‘আরও বড় ভুল’ করার অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, বিষয়টি সর্বদা দেশে বিদেশিদের অবৈধ অনুপ্রবেশেই সীমাবদ্ধ ছিল। কখনওই বিদেশিদের ধর্মের উপর ভিত্তি করে অনুসরণ করে করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584