নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
মার্কিন পপ তারকা এবং সুইডিশ পরিবেশবিদের উদ্দেশে কড়া প্রশ্ন ছুঁড়ে দিলেন টলিউড অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। বললেন, “নিজেদের চরকায় তেল দিন! ভারতে কী চলছে, সে বিষয়ে তো কোনও ধারণা নেই রিহানা এবং গ্রেটা থুনবার্গের। নিজেদের দেশে কী চলছে, আদৌ সেই সম্পর্কে কি কিছু জানেন তাঁরা?”
শুধু তাই নয়, রিহানার নিজস্ব প্রসাধনী দ্রব্যের ব্র্যান্ডকেও বয়কট করার ডাক দিয়েছেন তিনি। টলিউড অভিনেত্রীর মুখে এমন ‘কেন্দ্র-তোষণনীতি’ শুনে প্রশ্ন ছুঁড়েছেন, “অর্পিতা চট্টোপাধ্যায়ও কি বিজেপিতে যোগ দিচ্ছেন?”
নয়া কৃষি বিল নিয়ে যখন উত্তাল গোটা দেশ, আন্তর্জাতিক ময়দানেও গেরুয়া শিবিরকে যখন কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে, ঠিক সেই সময়ই কৃষকদের সমর্থনে মুখ খুলেছিলেন রিহানা এবং গ্রেটা। আর তাতেই বেজায় ‘ক্ষিপ্ত’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী।
অতঃপর সোশ্যাল মিডিয়ায় দুই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে কটাক্ষ করতেও পিছপা হলেন না তিনি। যা নজর এড়ায়নি নেটিজেনদের। স্বাভাবিকভাবেই তাঁরাও প্রশ্ন তুলেছেন যে, “তাহলে রাজ্য-রাজনীতিতে গ্ল্যামার ইন্ডাস্ট্রির এই ‘শিবির বদলের দিনে’ অর্পিতা চট্টোপাধ্যায়ও কি যোগ দিচ্ছেন বিজেপিতে?”
আরও পড়ুনঃ রাজ্যসভায় ডেরেককে কটাক্ষ মোদীর
সেই প্রশ্নের উত্তর অবশ্য সময়েই মিলবে। তবে আপাতত অর্পিতার এই পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বর্তমানে কৃষি বিক্ষোভ নিয়ে তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান ছাড়া টলিউডের আর কোনও তারকাকেই সেভাবে মোদী সরকারের সমালোচনা করতে দেখা যায়নি। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুললেন অর্পিতা চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা আওয়াজ তুললেন দিলীপ
অভিনেত্রীর কথায়, “ফেন্টি ব্র্যান্ডের প্রসাধনী দ্রব্য বয়কটের সিদ্ধান্ত নিলাম। ভারতে যা হচ্ছে, তার পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়েও কিছু জানেন না রিহানা, গ্রেটারা। এমনকী ওঁদের নিজেদের দেশে কী চলছে, সে বিষয়েও কি তাঁদের স্বচ্ছ ধারণা রয়েছে?” ব্যস, অভিনেত্রীর সোশ্যাল ওয়ালে সেই পোস্ট দেখেই নেটজনতাদের এত হইচই।
উল্লেখ্য, কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে গেরুয়া শিবিরের বিড়ম্বনা বাড়িয়েছেন পপস্টার রিহানা এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সেই প্রেক্ষিতেই সমালোচনা করে সোচ্চার হয়েছিলেন করণ জোহর, অক্ষয় কুমার, অজয় দেবগন, একতা কাপুর থেকে শচিন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বরা। এবার অর্পিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠেও সেই একই সুর শোনা গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584