শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গান গেয়ে বিজয়া সম্মিলনীতে কর্মী সমর্থকদের মন জয় করে নিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস তাদের কর্মী সমর্থকদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে জেলা জুড়ে বিভিন্ন তৃণমূল স্তরে অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড গুলোতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে পালন করছে। সেই মত ২৪ শে অক্টোবর তারিখে বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে এসে ওয়ার্ডের কর্মী সমর্থকদের সাথে ভাব বিনিময়ের পাশাপাশি কর্মী সমর্থকদের অনুরোধে গান গেয়ে মন জয় করে নিলেন অর্পিতা ঘোষ। অনুষ্ঠানটিতে অর্পিতা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদার, বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি সজয় সাহা, ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল নন্দী সহ বিশিষ্ট জনেরা।
এই অনুষ্ঠানে ১৯ ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অংশগ্রহন করে। তারা সঙ্গীত, কবিতা,নৃত্যের মধ্যে দিয়ে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠে। অনুষ্ঠান শেষে ১৯ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সকলের জন্য মিষ্টি মুখের ব্যবস্থাও ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584