দুধের স্বাদ ঘোলে মেটাতে ফুটবল ছেড়ে ধাপাসবল খেলার আয়োজন

0
128
 সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ইচ্ছে থাকলেই উপায় হয় । প্রত্যন্ত গ্রামবাসীদের ইচ্ছে আছে বল খেলার। কিন্তু মাঠ না থাকায় তেমনভাবে খেলার মতো পরিস্থিতি খুঁজে পান না। গ্রামের প্রবীন-নবীনদের এটা দীর্ঘদিনের সমস্যা। ইচ্ছে থাকলেও উপায় খুঁজে পান না দক্ষিণ সুন্দরবন লাগোয়া মগরাহাট এক নম্বর ব্লকের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বানেশ্বরপুর গ্রামবাসীরা।
ধাপাসবল প্রতিযোগিতা | newsfront.co
ধাপাসবল প্রতিযোগিতা। নিজস্ব চিত্র
 দুধের স্বাধ ঘোলে মেঠাতে দীর্ঘ চার বছর ধরে বল খেলার আয়োজন করেন গ্রামের প্রবীণ-নবীনরা। তবে ফুটবল নয় ধাপাসবল খেলার আয়োজন করে থাকেন গ্রামবাসীরা।  গ্রামে কোথাও খেলার মাঠ না থাকায় হাসপাতালের মাঠই ভরসা।
ধাপাসবল প্রতিযোগিতা | newsfront.co
খেলা জমে উঠেছে। নিজস্ব চিত্র

প্রতি বছরের মতো এ বছরও হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে বানেশ্বরপুর হাসপাতাল মাঠে খেলার আয়োজন করা হয়েছে বানেশ্বরপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে । গ্রামের প্রবীন-নবীনদের উদ্দীপনায় তিন দিন ধরে চলে ১৬ টিমের নক-আউট ধাপাসবল প্রতিযোগিতা। প্রতিটি দলে ৬ জন খেলোয়াড় এবং ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকে। তবে যারা খেলায় অংশগ্রহণ করেন তারা এই জেলার শুধু নন, ভিনজেলা থেকেও আসেন।

সৌদুল সরদার, দর্শক | newsfront.co
সৌদুল সরদার, দর্শক। নিজস্ব চিত্র
খেলোয়াড়দের খেলা দেখতে ভিড় জমান এই গ্রাম-সহ অন্যান্য গ্রামের মানুষজন। প্রতিদিন হাজার হাজার দর্শকদের উল্লাস আর খেলোয়াড়দের উন্মাদনায় উৎসবমুখর হয়ে ওঠে বানেশ্বরপুর ধাপাসবল। এবারের বানেশ্বরপুর সমাজ কল্যাণ সমিতির প্রতিযোগিতায় যে খেলার আয়োজন করা হয়েছে  তাতে প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা, সাথে পাঁচ ফুট লম্বা ট্রফি ও সমস্ত খেলোয়াড়দের জার্সি।
আক্রাম আলি, গ্রামবাসী | newsfront.co
আক্রাম আলি, গ্রামবাসী। নিজস্ব চিত্র
দ্বিতীয় স্থানাধিকারিদের জন্য রয়েছে ৪০, ০০০ টাকা, সঙ্গে সাড়ে চার ফুট লম্বা ট্রফি। যিনি প্রথম হবেন সেই কর্মকর্তাকে সোনার আঙটি দান করা হবে। শুধু তাই নয়, প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের যেমন পুরস্কার দেওয়া হবে, পাশাপাশি  ম্যান অব দ্য সিরিজেরও পুরস্কার থাকবে।
সফি গাজি | newsfront.co
সফি গাজি, উদ্যোক্তা। নিজস্ব চিত্র
বানেশ্বরপুর গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। তিন হাজার মানুষ বসবাস করেন এই গ্রামে। বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান লেগে থাকে এই গ্রামে। ফুটবল খেলার সাধ থাকলেও মাঠ না থাকার কারণে দুধের স্বাদ ঘোলে মেটাতে তারা এই ধাপাসবল খেলার আয়োজন করে থাকে।
খেলা।ঘিরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির। তবে এই খেলার উদ্বোধন করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী ওরফে মগরাহাট পশ্চিম বিধানসভা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।
পাশাপাশি এদিন উপস্তিত ছিলেন হরিহরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী মন্ডল, অঞ্চল সভাপতি নাসির সরদার ও  গ্রামের প্রবীণ-নবীনরা। শতাধিক উদ্যোক্তাদের উদ্যোগে অভিনব এই প্রয়াসে খুশি ফুটবলপ্রেমীরা ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here