পিয়ালী দাস,বীরভূমঃ
প্রতি বছরের মতো এবারও বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজোর আয়োজন করা হয়েছে।পুজোর মূল উদ্যোক্তা অবশ্যই অনুব্রত মণ্ডল।আড়ম্বরে বোলপুরে অনুব্রত মণ্ডলের কালীপুজো হার মানাতে পারে কলকাতার নামিদামী পুজোকে।তাঁকে ঘিরে বিতর্ক,তাঁর উদ্দেশ্যে কটাক্ষ কিন্তু এসব তাঁকে বিচলিত করে না।তিনি অনুব্রত মণ্ডল।তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।রাজনৈতিক প্রচার থেকে পুজো-আচ্চা সবটাই তিনি করেন তাঁর নিজস্ব ঢঙে।কালী পুজোতেও তার ব্যতিক্রম হল না।
প্রতি বছরই প্রতিমাকে সোনার গয়না পরানো হয়ে থাকে কিন্তু এবার যেন প্রতিমাকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিলেন অনুব্রত মণ্ডল। এবছর প্রতিমাকে ১৮০ ভরি গয়না পড়ান অনুব্রত মণ্ডল।নিজে হাতেই প্রতিমাকে সেসব গয়না পরান তিনি।মুকুট, হাতের বালা, চূড়, বাউটি, বাজুবন্ধ,নেকলেস,হার সবই রয়েছে গয়নার তালিকায়।অনুব্রত মন্ডল বলেন,”মা এর সাজে কোনো খামতি রাখি না,তিনি বলেন মা কালী শক্তির দেবী,তাই মায়ের কাছে আরও আবেদন করেছি মমতা দেবী কে আরও সহ্য শক্তি দাও যাতে বিরোধীরা কুৎসা করতে করতে নিজেরাই মানুষের কাছে কুৎসিত হয়ে ওঠে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584