জলাভূমি রক্ষায় কর্তৃপক্ষের সুমতি ফেরাতে মহাযজ্ঞের আয়োজন

0
58

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Arrangement of the Mahayogan for the protection of the wetland
মহাযজ্ঞ।নিজস্ব চিত্র

জলাশয় দখলমুক্ত করার দাবী সহ প্রকৃতি বাঁচাও ও বাস্তুতন্ত্র এবং জলাশয় বাঁচাবার প্রার্থনায় মঙ্গলবার দুপুরে মহাযজ্ঞ হয় আলিপুরদুয়ার ভাংগাপুল এলাকায়।

একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন যথারীতি পুরোহিত ডেকে এই মহাযজ্ঞের আয়োজন করে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘ভোরের আলো’ প্রকল্পের জমি ঘিরে কৃষক-পুলিশ হাতাহাতি গজলডোবায়

Arrangement of the Mahayogan for the protection of the wetland
রাতুল বিশ্বাস,সম্পাদক আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থা।নিজস্ব চিত্র

এদিনের মহাযজ্ঞের আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক রাতুল বিশ্বাস বলেন, “আলিপুরদুয়ারে জলাভুমি দখল হচ্ছে। প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছে না।অনেক জমি মাফিয়া ও শাসক দলের লোকজন এর পেছনে আছে। আমরা চাই জলাভুমি দখল মুক্ত হোক।”

অল্প বৃষ্টিতেই শহর ভাসে।প্রশাসনের যাতে মতি ফেরে সেই জন্য এই মহাযজ্ঞ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here