শ্যামল রায়,নবদ্বীপঃ
বৃহস্পতিবার নবদ্বীপ শহরের মনিপুর ঘাট রোডে শ্রী শ্রী রাধা বল্লভ জিউ মন্দির এর উদ্যোগে মহোৎসব হলো।প্রভুপাদ ১০৮ শ্রী বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহারাজের তিরোভাব প্রীতির স্মরণে মঙ্গল মহোৎসবে গোপাল বনভোজনের মধ্যে দিয়ে উৎসব পালিত হল মহা সমারোহে।
মঠের কর্মাধক্ষ নবদ্বীপ চন্দ্র গোস্বামী মহারাজ জানিয়েছেন যে শতাধিক বছরের প্রাচীন এই মন্দিরে অগণিত ভক্তদের উপস্থিতিতে এবং সহযোগিতায় আজ এই মহোৎসব টি অনুষ্ঠিত হচ্ছে।এই উৎসব লগ্নে প্রায় ৫০ জন বৈষ্ণব কে একটি করে গেঞ্জি উপহার দেয়া হয়। সেই সাথে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কে একটি করে খাতা এবং কলম উপহার দেয়া হয়।
এই মহা উৎসবটি দুদিন ধরে চলবে।পরিক্রমা সংকীর্তন সহযোগে শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দির হইতে আড্ডা মালা আনয়ন লীলা কীর্তন গঙ্গারতি,শতি ভাগবত পাঠ এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের সাধুবাদ মধ্যে দিয়ে তিরোভাব তিথি মহোৎসব উদযাপন হবে আগামীকাল পর্যন্ত।
মহোৎসব কে ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584