নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পুরাতন মালদহের সাহাপুর নিত্যানন্দপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জনসভা পরপরই মালদা জেলা তৃণমূল নেতৃত্ব পাল্টা জনসভার সিদ্ধান্ত নেয় এবং আগামী ৩০ শে জানুয়ারি সাহাপুড়ে নিত্যানন্দপুরেই একই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে মালদহ জেলা তৃণমূলের সমাবেশ।এই সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে তাই আজ মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব সাহাপুর মাঠে সভাস্থলে পরিদর্শনে যান।
পরিদর্শনে গিয়েছিলেন মালদহ জেলা তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদা জেলা তৃণমূল কার্যকরী সভাপতি দুলাল সরকার এছাড়াও সভাস্থলে লক্ষ্য করা যায় ডি এন টি ডিএসপি শ্যামল কুমার মন্ডলকে ।এছাড়াও ছিলেন মালদহ থানার আইসি শান্তি নাথ পাঁজা।
আরও পড়ুনঃ ফালাকাটায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
তৃণমূল নেতৃত্ব মাঠ ঘুরে দেখেন এই সভার স্থলে তিনটি মঞ্চ করা হয়েছে,কিভাবে আগত কর্মীরা মাঠে প্রবেশ করবে তা খতিয়ে দেখেন এবং জেলা সভাপতি জানান যে আগামী ৩০ তারিখের জনসভায় প্রধান বক্তা থাকবেন মাননীয় পরিবহনমন্ত্রী এবং মালদহ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী,মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য,গোলাম রাব্বানী,বাচ্চু হাঁসদা সহ আরো জেলা এবং রাজ্য স্তরের তৃণমূল নেতৃত্ব।এক কথায় তৃণমূল নেতৃত্বের বক্তব্য ফুটে আসছে যে আগামী ২২ তারিখের বিজেপির জনসভা কে চ্যালেঞ্জ জানিয়ে তাদের এই জনসভা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584