তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ভলিবল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রায়গঞ্জ দেশবন্ধু পাড়ার ভলিবল মাঠে সাত দিন ব্যাপী আবাসিক ভলিবল কোচিং ক্যাম্পের উদ্বোধন করলেন ৪নম্বর আরক্ষা বাহিনীর কমান্ডেন্ট দেবশ্রী চ্যাটার্জি।
দেবশ্রী চ্যাটার্জি বলেন রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে।তিনি বলেন “উত্তরবঙ্গে খেলাধুলার প্রসারের স্বার্থে আলাদাভাবে উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদ গঠন করেছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।আমরা চাই উত্তরবঙ্গ থেকে ভলিবল, ফুটবল,ক্রিকেট,খো-খো ব্যাডমিন্টন সব ক্ষেত্রেই শুধু রাজ্য স্তরেই নয় জাতীয় স্তরে গিয়ে আমাদের উত্তরবঙ্গের ছেলে মেয়েরা জাতীয় খেতাব ছিনিয়ে এনে উত্তরবঙ্গের মান সম্মান উর্ধে তুলে ধরুক।”উত্তরবঙ্গের ছেলে মেয়েরা ইতিমধ্যেই জাতীয় স্তরে খেলতে যাবার যোগ্যতা অর্জন করতে পেরেছে।
উত্তর দিনাজপুর ভলিবল বাস্কেটবল এসোসিয়েশনের সম্পাদক সুভাষ মহলানবিশ বলেন “আজকের এই আবাসিক ভলিবল কোচিং ক্যাম্পে মোট ৩০ জন ভলিবল খেলোয়াড় সাত দিন ধরে কোচিং নেবে, এই অনুষ্ঠানে রায়গঞ্জের বহু প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত হন।”উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রদর্শনী ভলিবল খেলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584