শ্যামল রায়,কালনাঃ
কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোয় আনন্দে মেতেছে সব্বাই।তবে নিষেধাজ্ঞাকে অমান্য করে পুজো মন্ডপে মাইক বাজানোর কারনে কালনা থানার পুলিশ এদিন চারজনকে গ্রেপ্তার করল।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কালনার শ্যামগঞ্জ পাড়ায় একটি মন্ডপে শুক্রবার রাতের দিকে মাইক বাজানোর খবর আসতেই তারা ওই এলাকায় অভিযান চালান ও হাতেনাতে পুজো উদ্যোক্তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেন বলে জানান ।
আরও পড়ুনঃ প্রতিমাসজ্জা আলো আর থিমে জমজমাট কালনা
প্রসঙ্গত,পুজোর মধ্যে মাধ্যমিক পরীক্ষা থাকায় মাইক ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে কালনা শহর ও শহরতলি এলাকার পুজো মন্ডপগুলিতে।স্বাভাবিক কারণেই উদ্যোক্তাদের মন অনেকটাই ভারাক্রান্ত।তাই এইবার অধিকাংশ পুজো উদ্যোক্তারা থিম ও মণ্ডপে জোর দিয়েছেন।রয়েছে আলোর রোশনাই ও আকর্ষণীয় প্রতিমা।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পুজোকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম নজরদারি সহ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584