হরষিত সিংহ,মালদহঃ
বাড়ীতে বেআইনী পোস্ত খোসা মজুত রাখার অভিযোগে ফের এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ দেওয়নাপুর গ্রাম থেকে ধৃতকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রায় ত্রিশকেজি পোস্ত খোসা। শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়।গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় পার দেওয়নাপুর শোভাপুর পঞ্চায়েতের দেওয়নাপুর গ্রামে। গ্রামের মধ্যে তল্লাশি চালিয়ে এক ব্যাক্তির বাড়ী থেকে উদ্ধার করে প্রচুর পোস্ত খোসা। বেআইনি ভাবে বাড়ীতে পোস্ত খোসা মজুত রাখার অভিযোগে পুলিশ গ্রেফতার করে বাড়ীর মালিককে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম অমর মন্ডল(৩০)। তার বাড়ী থেকে উদ্ধার হয়েছে প্রায় ত্রিশ কেজি পোস্ত খোসা। উদ্ধার খোসাগুলির অনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। পুলিশের প্রাথমিক অনুমান পাচারের উদ্দেশ্য বাড়ীতে পোস্ত খোসাগুলি মজুত করে রেখেছিল অভিযুক্ত। শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584