নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
স্টেশনের কাছে প্রস্রাব করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছিল কয়েকজন আরপিএফ জওয়ানদের বিরুদ্ধে।গত ২৯শে জুলাই এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নাম দেবদাস কুণ্ডু। বাড়ি খগড়পুরে।এরপর ৩০শে জুলাই ঝাড়গ্রাম আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের লোকজন।
গত ২৪ জুন বিনপুরের দহিজুরিতে গিয়েছিলেন দেবদাস।সেখান থেকে বাড়ি ফেরার জন্য ঝাড়গ্রামে স্টেশনে যান।সেই সময় স্টেশনের কাছে প্রস্রাব করায় কয়েকজন আরপিএফ জওয়ান তাঁকে ঘিরে ধরে। অভিযোগ,জরিমানার বদলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে প্রথমে তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে।
ঐ ঘটনায় মূল অভিযুক্ত পারভিন কুমার বুধবার ঝাড়গ্রাম জি আর পি থানায় গিয়ে আত্মসমর্পন করে এবং আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
আরও পড়ুনঃ রাজ্যে প্রথম গ্রিন পোলিং স্টেশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584