পর্যটন শহর থেকে গ্রেফতার বাংলাদেশী ব্যক্তি

0
59

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পর্যটন শহর শংকরপুর এলাকা।আর এখান থেকে অবৈধ ভাবে এদেশে আসা এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে মন্দারমণি কোষ্টাল থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম পলাশ বিশ্বাস।তাঁর বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার হলদিবুরাই এলাকায়।
মন্দারমণি থানা সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে শঙ্করপুরের বিভিন্ন এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঐ ব্যক্তিকে ঘুরতে দেখেন এলাকাবাসীরা।স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে কথার অসঙ্গতি ধরা পরে।

ধৃত। নিজস্ব চিত্র

এরপরেই স্থানীয়রা মন্দারমণি থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞসাবাদের পর ঐ যুবক জানায় সে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে এই দেশে এসেছে,কোনও এক এজেন্টের হাত ধরে সম্ভবত ঐ ব্যক্তি বর্ডার টপকে চলে আসে।
মন্দারমণি কোষ্টাল থানার ওসি রাজকুমার দেবনাথ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে শঙ্করপুর থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল।পরে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ঐ ব্যক্তি বাড়ি বাংলাদেশে।কিন্তু কি কারনে ঐ ব্যক্তি এখানে এসেছে পুলিশ তার তদন্ত শুরু করেছে।ওসি আরও বলেন, বর্ডার এজেন্টকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।সেই সঙ্গে সোমবার ধৃত যুবককে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ অভিষেকের ইংল্যান্ড যাত্রা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here