মনিরুল হক, কোচবিহারঃ
বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার এক যুবক। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে কোচবিহার ১নং ব্লকের বকুলতলা এয়াকায় তল্লাশি চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই যুবকের নাম হাসিমুদ্দিন হক(২৮)। তাঁর বাড়ি কোচবিহার ১ নং ব্লকের বকুলতলা এলাকায়।
ধৃত ওই যুবককে জিজ্ঞাসবাদ করে বাইক চুরির ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।
এবিষয়ে কোতোয়ালি থানার আইসি পুলিশ সৌম্যজিৎ রায় বলেন, আমরা ওই বাইক চুরির অভিযোগ পাওয়ার পর একটি টিম তৈরি করি। তারপর বাইক উদ্ধারের জন্য বিভিন্ন মাধ্যমে তল্লাশি চালাই। গতকাল ওই বাইক দেওয়ানহাট থেকে উদ্ধার করা হয়েছে। যদিও অভিযুক্তরা গতকাল পালিয়ে গেলেও আজ তাদের মধ্যে একজনকে কোচবিহার শহর সংলগ্ন বকুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। সে নিজের মুখে তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছে। এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত সোমবার কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকার বাসিন্দা লিটন পাল তার বাইকটি নিয়ে তাঁর বন্ধুর বাড়িত দেশবন্ধু মার্কেটের সংলগ্ন এলাকায় যান। সেখানে বন্ধুর বাড়ির সামনে তিনি বাইকটি রেখে বাড়ির ভিতরে যান। বন্ধুর সাথে কথা বলে প্রায় ২০ মিনিট পর বাইরে বেরিয়ে এসে দেখেন তাঁর বাইকটি উধাও হয়ে গেছে। তারপর দীর্ঘ খোঁজাখুঁজি বাধ্য হয়ে কোতোয়ালি থানা দ্বারস্থ হন ওই যুবক। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করেন। মঙ্গলবার কোচবিহারের দেওয়ানহাট এলাকা থেকে ওই বাইকটি উদ্ধার পুলিশ।
আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে নদীতে তলিয়ে গেল বৃদ্ধ
পুলিশ জানিয়েছে, ওই চুরি যাওয়া বাইকটিকে চোরা পথে পাচার করার উদ্দেশ্য বর্ডারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর আগে গোপন সূত্রে খবর পেয়ে ওই বাইকটিকে উদ্ধার করে পুলিশ। সেদিন অভিযুক্তরা পালিয়ে গেলেও আজ ওই বাইক চুরির সাথে যুক্ত থাকার কারণে হাসিমুদ্দিন হক(২৮) নামে যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584