পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুরঃ
পুলিশ পিটানোর নিদানের জন্য বোতলবাডি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে। উল্লেখিত দডিভেটা এলাকায় হাইস্কুল মাঠে দাড়িয়ে একটি সভা থেকে পুলিশের বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। তিনি প্রকাশ্যেই পুলিশকে পেটানোর হুমকি দিয়েছিলেন ।
পুলিশকে তীব্র কটাক্ষ করে তিনি জানান, পুলিশ যদি বেআইনিভাবে কাউকে গ্রেফতার করে, তাহলে তাদের গাছে বেঁধে পেটান। পুলিশ যাতে গ্রামে না ঢোকে তার জন্য গ্রামবাসীদেরই রুখে দাঁড়াতে বলেছেন তিনি।এমনকি গোটা এলাকায় আগুন জ্বালানো পিছনে পুলিশই দায়ী বলে মন্তব্য করেন শঙ্কর চক্রবর্তী।শঙ্কর চক্রবর্তীর এই বিস্কোরক মন্তব্যের দায়ে পুলিশ গ্রেপ্তার করলো শঙ্কর চক্রবর্তী কে।
আরও পড়ুনঃ সােমবার থেকে আদিবাসীদের টানা রেল ও জাতীয় সড়ক অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584