মৃত্যু শোক ভুলে, থানায় মাংস-ভাত খেলেন আটক বিজেপি নেতারা

0
113

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন রায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সি বি আই তদন্তের দাবিতে মঙ্গলবার বিজেপির ১৬ জনকে পুলিশ রাস্তা অবরোধ করার জন্য আটক করেছিল। তাদের সারাদিন রায়গঞ্জ থানায় বসিয়ে রেখে রাতে ছেড়ে দেয় পুলিশ।

raiganj police station | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু দুপুরে আটক বিজেপি কর্মীদের রায়গঞ্জ থানায় এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। বিজেপির মজদুর মোর্চার নেতা মানস মুস্তাফি জানিয়েছেন, সকালে তাদের কয়েকজনকে রায়গঞ্জ থানায় নিয়ে গিয়ে যথেষ্ট তোয়াজ করেছে পুলিশ। এমনকি দুপুরে তাদের জন্য ‘ফয়েল প্যাক’ এ খাসির মাংস-ভাত এসেছিল। তাই পেটপুরে খেয়ে যথেষ্ট খুশি বিজেপির নেতারা।

আরও পড়ুনঃ হেমতবাদের এমএলএ খুনে আটক এক মালদহে

এদিকে যখন দলের এক বিধায়কের রহস্য মৃত্যু ঘটেছে, তখন তাকে নিয়ে আন্দোলনের মধ্যে পুলিশের হাতে থানায় আটক বিজেপির কর্মী-নেতাদের এই ‘পেট-পুরে মাংস ভাত’ খাওয়ার ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ বলেন, “দেবেনবাবু মাত্র এক বছর আগে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

ঐ নেতার উপর যে বিজেপির কোন শ্রদ্ধাই ছিলনা, আজকের এই ঘটনা সেটাই প্রমান করলো। পুলিশ যা খুশি আয়োজন করতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে দলের কর্মীরা সেটা মেনে নেবেন কেন?” যদিও পুলিশের থেকে এবিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ব্যক্তিকে ঘিরে হুলুস্থুল নন্দকুমারে

বিজেপির জেলা নেতারাও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে, বিধায়কের মৃত্যুর সঙ্গে জড়িত এক ব্যক্তির খোঁজ করতে মঙ্গলবার মালদহের চাঁচলে যায় সি আই ডির একটি দল। কিন্তু ওই ব্যক্তি গা ঢাকা দেওয়ায় তাকে বাড়িতে পাওয়া যায়নি। এই গা ঢাকা দেওয়ার ঘটনায় রহস্য আরও দানা বেঁধেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here