সুদীপ পাল,বর্ধমানঃ
তৃণমূল কর্মী খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শিবশঙ্কর রায় নামে ঐ ব্যক্তি বিজেপি নেতা বলেই এলাকায় পরিচিত। বিপ্লব রায় নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেই সাটিনন্দী গ্রামের বাসিন্দা।

গত সোমবার রাত দশটা নাগাদ খানা জংশন স্টেশন থেকে কাজ সেরে সাটিনন্দী গ্রামে ফেরার পথে তৃণমূল কর্মী জয়দেব রায় নিহত হয়েছিলেন।মন্ত্রী অরূপ বিশ্বাস সহ তৃণমুল নেতাকর্মীদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল মৃত তৃণমূল কর্মী জয়দেব রায়ের। তৃণমূলের তরফ থেকে বলে হচ্ছিল এই ঘটনার জন্য বিজেপি দায়ী।
যদিও প্রথম থেকেই তৃণমূলের এই কথা অস্বীকার করছিল বিজেপি তাদের বক্তব্য ছিল, বিজেপি এই এলাকায় জিতলেও তাদের সংগঠন সেভাবে মজবুত নয়৷ পুলিশ তাপু মালিক, কাশীনাথ মালিক, হরিহর সাঁতরা এবং সুনীল মালিককে গ্রেপ্তার করেছিল। কিন্তু ঘটনার মূল পান্ডা অধরাই থেকে গিয়েছিল। ঘটনায় মোট অভিযুক্তদের সংখ্যা ২৬।
আরও পড়ুনঃ নারায়ণগড়ে পুলিশ পেটানো থেকে বিধানসভা ভাঙার হুমকি দিলীপের
গ্রামের একটি মনসা মন্দির নির্মাণ নিয়ে শিবশঙ্করবাবুর সাথে জয়দেববাবুর বিবাদ বাধে।লোকসভা ভোটে এই গ্রামে বিজেপি এগিয়ে যায়। শক্তি বেড়ে যাওয়ায় পুরনো আক্রোশ তাই ফিরে এসে বদলা নিল বলে গ্রামবাসীদের অনেকেই মনে করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584