শ্যামল রায়,মন্তেশ্বরঃ
দুইদিন আগে মন্তেশ্বর থানার বাঁকা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছিল।ওই নৌকাডুবিতে কোন রকমে প্রাণে বেঁচে যান কুড়িজন যাত্রী। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই ধরনের নৌকা ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে পুরো ঘটনাটি জানায়। মন্তেশ্বর থানার পুলিশ তদন্তে নেমে নৌকার মাঝি অপূর্ব বাগকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়।
জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে মেমারি ব্লকের বোহোরা গ্রাম পঞ্চায়েতের রুপসাপুর গ্রামের কাছে ও মন্তেশ্বরের মাঝ বরাবর বাঁকা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছিল। বেশিরভাগ শ্রমজীবী মানুষ সকালবেলা নৌকা পারাপার করে মন্তেশ্বরে ধান রোপনের কাজে আসছিল। সেই সময় বাঁকা নদীতে নৌকা উল্টে যায়। জানা গিয়েছে প্রায় দশটি সাইকেল জলের তলায় চলে যায়। যাত্রীরা কোনরকম ভাবে নদী সাঁতরে পারে আসে এবং এলাকার মানুষ উদ্ধার কাজের নামে।
ফেরিঘাটে যাত্রী পারাপার নিয়ে বিস্তর অভিযোগ থাকার কারণে মাঝি অপূর্ব বাগকে পুলিশ গ্রেফতার করে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাঁকা নদীর উপর একটি পাকা সেতু তৈরি করা হোক তা হলে এখানকার বাসিন্দাদের সুবিধা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584