মন্তেশ্বর থানা এলাকায় মাদক পাচারকারী গ্রেফতার

0
156

শ্যামল রায়,কালনাঃ
দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল যে মন্তেশ্বর থানা এলাকায় আড়ালে-আবডালে মাদক ও চোরাকারবারীদের রমরমা কারবার চলছে।অভিযোগ পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মাদক কারবারির নাম আয়াত আলী শেখ।বাড়ি নদীয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকায়।তার কাছ থেকে পুলিশ দেড় কেজি মাদক উদ্ধার করেছে। মন্তেশ্বর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে জামনা গ্রাম পঞ্চায়েতের কুলে গ্রাম থেকে গভীর রাতে গ্রেপ্তার করে তাকে।কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।অন্যদিকে মন্তেশ্বর থানার পুলিশ লালন মোল্লা নামে এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছে।জানা গিয়েছে যে ৮০ লিটার চোলাই নিয়ে টোটো করে যাচ্ছিল ওই ব্যক্তি।পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ওই টোটো চালক কে আটক করলে চোলাই মদ উদ্ধার হয়। লালন মোল্লা কে কালনা মহকুমা আদালতে তোলা হলে জেলে হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।ধৃত লালনের বাড়ি ভাতারের নাসি গ্রামে।এলাকার বাসিন্দাদের অভিযোগ যে মন্তেশ্বর থানা এলাকার বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই এই সমস্ত মাদক এবং চোলাই কারবারিদের বাড়বাড়ন্ত লক্ষ্যণীয়।এর ফলে অনেক গরীব মানুষ চোলাইয়ের এবং মাদকের কারবারে শিকার হয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে বলে এলাকার মহিলাদের অভিযোগ।তাই পুলিশের কাছে দাবি যে ভাবে হোক বন্ধ করতে হবে মাদক  ও চোলাই কারবার।

আরও পড়ুনঃ প্রকাশ্য রাস্তায় সাতটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here