নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বাংলা থেকে চুরি হওয়া গাড়ি পৌছে যাচ্ছে অসমে।তার পর অসমে সেই সব গাড়ি নানান অপরাধমুলক কাজে ব্যাবহার করা হচ্ছে।গাড়ি চুরি চক্রের বড় সড় গ্যাংয়ের হদিশ জানতে পেরেছে আলিপুরদুয়ার পুলিশ।আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় তল্লাসি চালিয়ে গাড়ি চুরি চক্রের মোট ৮ পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হয়েছে ৪ টি মোটর বাইক।সোমবার তাদের আলিপুরদুয়ার জেলা আদালতে তুলে হেফাজতে চেয়েছে জেলা পুলিশ।আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল কুমার যাদব বলেন, “ আলিপুরদুয়ার থেকে বেশ কিছু মোটর সাইকেল এবং পিক আপ ভ্যান চুরি হচ্ছিল।আমরা তদন্ত শুরু করে জানতে পারি আলিপুরদুয়ার থেকে গাড়ি চুরি করার একটি চক্র কাজ করছে।এই চক্রের মুল পান্ডা ভুট্টু ওরফে প্রসেনজিৎ দাস কুমারগ্রামের অসম সীমান্তের পাকড়িগুড়ির বাসিন্দা।তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদারে পর এই চক্রের আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি গোটা উত্তরবঙ্গে গাড়ি চুরি করতো। চুরি করা গাড়ি গুলো অসমে বিক্রি করা হত।
কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে এই চক্রের একাধিক পান্ডার বাড়ি রয়েছে।ধৃতদের হেফাজতে নিয়ে আমরা এই ঘটনার সাথে যুক্ত অন্যান্যদের গ্রেফতার করবো।” জানা গেছে চুরি করা গাড়ি গুলো অসমে বিভিন্ন জাগায় বিক্রি করা হত।নানান অপরাধমুলক কাজে সেই সব গাড়ি ব্যাবহার করা হত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584