পারুই নাবালিকা গণধর্ষন কান্ডে গ্রেফতার পাঁচ অধরা মূল অভিযুক্ত

0
109

পিয়ালী দাস, বীরভূমঃ

বীরভূমের পারুই থানা এলাকার কিশোরীকে গণধর্ষনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ।ধৃতরা সকলেই ওই মহূলড়া গ্রামের বাসিন্দা।যদিও এখনও মূল অভিযুক্ত অধরা।ধৃতদের রবিবার আদালতে তোলা হলে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সোমবার এর ধৃতদের পস্কো আদালতে তোলা হবে।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে ধৃতরা হলেন হলেন মঙ্গল বেসরা, অমিত সরেন, জীবন মুর্মু সুকল সরেন এবং রবি মুর্মু।ঘটনায় মূল অভিযুক্ত সোনা মুর্মু এখনো অধরা।নির্যাতিতার দাদা ঘটনায় পারুই থানায় অভিযোগ দায়ের করেছেন এই ছয় জন এবং আরো অনেকের বিরুদ্ধে। ধৃতদের এদিন সিউড়ি আদালতের বিচারক সুপ্রিয়া খানের এজলাসে তোলা হলে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আগামীকাল তাদেরকে আদালতে তোলা হবে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পস্কো আইনের ৬ ধারা মামলা করা হয়েছে। অন্যদিকে বিজেপির প্রতিনিধি দল এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। সিউড়ি আদালতের ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী মোক্তাহ হোসেন বলেন কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মূল অভিযুক্ত পলাতক বাকি পাঁচজনকে এদিন আদালতে তোলা হয়েছে এদের সোমবার ফের তাদের আদালতে তোলা হবে নির্যাতিতা নাবালিকা হওয়ায় পস্কো আইনে তাঁদের বিচার হবে। প্রসঙ্গত গত শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভেদিয়া থেকে সাইকেলে করে ওই কিশোরী নিজের গ্রামের বাড়ি ফিরছিল গ্রাম ঢোকার আগে প্রথমে সোনা মুর্মু নামে এক যুবক তার পথ আটকায়। তার কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে ওই কিশোরীকে মাঠে টেনে নিয়ে যায় এবং গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পুলিশ ও পরিবার ওই রাতেই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতার দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে এবং আদালতে তোলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here