হরষিত সিংহ,মালদহঃ
মালদহ জেলার দুই প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক সমেত গ্রেফতার পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ।সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার মহদিপুর কাঞ্চনটার এলাকা থেকে দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে কালিয়াচক থানার পুলিশ খালতিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটর বাইক।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায়।সেখানে এক গোপন ডেরা থেকে দুই ছিনতাইবাজ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল সম্পদ ঘোষ(২২) ও বিক্রম ঘোষ(১৮)। তাদের বাড়ি ইংরেজবাজারের গোপালন কলোনি।
ইংরেজ বাজার থানা এলাকার কাটাগড়ে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটছে।পুলিশ তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করে।তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত।
অপরদিকে এদিন রাতেই কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় খালতিপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায়। সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তিন যুবককে আটক করে।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ।তাদের বাইকটি চোরাই।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো সাহেদ শেখ, কারিম শেখ এবং সানেশা চৌধুরী।তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার রামনগর এলাকায়। ধৃতরা ছিনতাই করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।ধৃত পাঁচ জনকে মঙ্গলবার মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে ইংরেজবাজার ও কালিয়াচক থানার পুলিশ।
আরও পড়ুনঃ বিজেপির অবরোধকারী কর্মী গ্রেফতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584