সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
পাথরপ্রতিমা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘর ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ কয়েকজন অপরিচিত লোক থাকছিল। স্থানীয় লোকেদের কথা অনুযায়ী তারা ভোরে বেলা বের হত রাত্রে আসতো। তাদের চলাফেরা ছিল সন্দেহজনক।
গোপন সূত্রে খবর যায় রামগঙ্গা রেঞ্জারের কাছে। গতকাল রাত্রি দুটোর সময় রেঞ্জার সৌগত মুখার্জি এবং অন্যান্য কর্মীরা পাথরপ্রতিমার এক নম্বর জেটি সংলগ্ন ঘরটিকে ঘিরে ফেলে।
যদিও বেশ কয়েকজন পালিয়ে যায় চারজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় বনদপ্তর অফিসে রামগঙ্গা। ঘরের মধ্যে তদন্ত চালিয়ে অতি মূল্যবান কয়েকটি সাপ কিং কোবরা এবং সাপের বিষের শিশি পাওয়া যায়।
আরও পড়ুনঃ বিধাননগরে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ
খবর পেয়ে আছেন অ্যাডিশনাল ডেভলপমেন্ট ফরেস্ট অফিসার আজ বেলা বারোটার সময় চারজনকে বিদেশে সাপের সাপের বিষ পাচার চক্রের কেস দিয়ে কাকদ্বীপ কোর্টে তোলা হয়। চারজনের বাড়ি রাজ্যের বিভিন্ন জেলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584