সুদীপ পাল,বর্ধমানঃ
নিজেকে দাবি করছিলেন দিল্লির এক বড় কাগজের রিপোর্টার হিসাবে। দিল্লির ভ্রষ্টাচার বিরোধী মঞ্চ কাগজে মিলবে সাংবাদিকতার সুযোগ। তবে শর্ত একটাই যে সাংবাদিকতা করবে তাকে দেড় হাজার টাকা জমা দিতে হবে অবশ্য যদি এজেন্ট এনে দিতে পারে তাহলে কমিশন মিলবে চারশো টাকা। কিন্তু এতকথা পুরোটাই যে ভাঁওতা, গলসী পুলিশের জেরার কাছে ফাঁস হয়ে গেল। গ্রেপ্তার করা হল গুজরাটের যুবক ইন্দ্র সিং আর রাও। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পাঁচদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম রঞ্জিনী কাশ্যপ।
দিল্লি ক্রাইমের একটি পরিচয় পত্র দেখালেও কলকাতায় অফিস আছে কিনা অথবা বর্ধমানে অফিস বা অন্য সাংবাদিক আছে কিনা সে বিষয়ে কোন উত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ বাড়ে। গলসী থানার ভেঁপুর গ্রামের বাসিন্দা অমর কুন্ডু পুলিশে অভিযোগ দায়ের করেন। জাল নথি তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করে পুলিশ।
স্থানীয় যুবক শেখ ওমর বলেন, নিজেকে বড় সাংবাদিক বলে পরিচয় দিচ্ছিল যুবক। কিন্তু যে ধরনের দিল্লির প্রথম সারির সংবাদপত্রের নাম বলছিল অথচ টাকাও চাইছে – দুটো কেমন বেমানান লাগছিল দেখে পুলিশে খবর দেওয়া হয়। তখনই ধরা পড়ে যায় তার ভুয়ো সাংবাদিকতা।
আপাতত পুলিশি হেফাজতে জাল সাংবাদিক গুজরাটের যুবক ইন্দ্র সিং আর রাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584