শ্যামল রায়,মন্তেশ্বরঃ
সাতদিন আগে মন্তেশ্বর থানার অধীন মিরপুরের রাস্তা থেকে একটি দশ চাকার লরি চুরি হয়ে যায়। লরির মালিক ইন্দ্রনীল নিয়োগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে তার একটি লরি চুরি হয়ে গেছে এর পিছনে চালক এবং খালাসীর কোনরকম চক্রান্ত বা চোরদের সাথে যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা করে অভিযোগ জানান।
পুলিশ তদন্তে নামে এবং চুরি যাওয়া লরিকে উদ্ধার করতে উদ্যোগী হয়।
শুক্রবার রাতে পূর্বস্থলী থেকে চুরি যাওয়া লরি টিকে উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ।
সেইসাথে ধীরেন কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জিতের বাড়ি মেমারিতে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এখনও খালাসি এবং চালক পলাতক।
দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন যানবাহন চুরির খবরে তোলপাড় জেলা।
তাই জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে চুরি যাওয়া বহু যানবাহন উদ্ধার করা হয়েছে এবং লাগাতার অভিযান চলছে মন্তেশ্বর থেকে যে লরিটি চুরি হয়েছিল তা উদ্ধার করা হলো।
বিভিন্ন থানার পুলিশ বিভিন্ন সড়কপথে এবং বাজার হাটে পুলিশ মোতায়েন থাকছে এবং কড়া নজরদারি চালানোর ফলে কোনরকম চুরির ঘটনা ঘটছে না এলাকাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584